এবার এলো শাহরুখ-আলিয়ার ছবির দ্বিতীয় টিজার
            
			বেশ কিছুদিন আগেই দর্শকদের জন্য প্রকাশ করা হয়েছিলো বলিউড সুপারস্টার শাহরুখ খান ও আলিয়া ভাট জুটির প্রথম ছবি ‘ডিয়ার জিন্দেগী’র প্রথম টিজার। প্রথম টিজারে বেশ বাজিমাত করেছিল এই নতুন তারকা জুটি।
বয়সের হাফ সেঞ্চু করা শাহরুখ খান রোমান্টিসিজমে েএখনো বলিউডের যে কারো চেয়ে সেরা তার প্রমাণ মিলেছে ছবিটির টিজারে।
বলিউডের মার্কেটিং বস হিসেবে মানা হয় বলিউড বাদশা শাহরুখ খানকে। আর নিজের নামের স্বার্থকতা রাখতেই কিনা খণ্ড টিজার আকারেই করা হচ্ছে ডিয়ার জিন্দেগীর প্রচারণার কাজ। এছাড়া ছবিটির জন্য কোনো ট্রেলার দেয়া হবে না বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্ট। কয়েকটি টিজারেই প্রকাশ পাবে ছবিটির মূল আবহ।
নতুন টিজারটিতেও দেখা গেছে শাহরুখ-আলিয়ার খুনসুটি। দুজনের দুষ্টুমিতে ভরপুর হবে ছবিটি- বোঝাই যাচ্ছে।
করণ জোহর, গৌরি খান, গৌরি সিন্ধে প্রযোজিত ‘ডিয়ার জিন্দেগী’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ নভেম্বর।
এই সংক্রান্ত আরো সংবাদ
	‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
	বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
	শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













