এবার কল্যাণপুরে নিহত ৯ জঙ্গির লাশ হস্তান্তর

গুলশান হামলার জঙ্গিদের পর এবার কল্যাণপুরে নিহত জঙ্গিদের লাশ দাফনের প্রক্রিয়া শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত কল্যাণপুরের নয় জঙ্গির লাশ হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার সকালে তাদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
ঢামেক হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) বিভাগের একজন কর্মকর্তার উপস্থিতিতে লাশগুলো হস্তান্তর করা হয়। লাশগুলো জুরাইন কবরস্থানে দাফন করা হবে।
গত ২৬ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজ বাড়ি’ খ্যাত ওই বাড়িতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ‘অপারেশন স্টর্ম-২৬’ নামে ওই অভিযানে নিহত হয় নয় জঙ্গি। তাদের লাশ ঢামেক মর্গে রাখা হয়।
এ ঘটনায় পরে মিরপুর থানায় মামলা হয়। নিহত নয়জনের মধ্যে আটজনের পরিচয় পাওয়া যায়। তারা হলেন আব্দুল্লাহ, আবু হাকিম নাইম, তাজউল হক রাশিক, মো. মতিয়ার রহমান, আকিফুজ্জামান খান, সাজাদ রউফ অর্ক, মো. জোবায়ের হোসেন, মো. রায়হান কবির ওরফে ফারুক।
এর আগে গুলশান হামলার ঘটনায় সেনা অভিযানে নিহত জঙ্গিদের লাশ জুরাইন গোরস্থানে দাফন করা হয় গত ২৩শে সেপ্টেম্বর। প্রায় তিনমাস ধরে হাসপাতালের হিমঘরে থাকার পর আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে রেস্তোরার একজন কর্মীসহ ছয়জনের লাশ দাফন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ

ব্যাংকক থেকে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা
ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদবিস্তারিত পড়ুন

বিশ্বকবির ম্যুরাল থেকে কালি মুছে দিল উপজেলা প্রশাসন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ম্যুরালে কালি দিয়ে মুখবিস্তারিত পড়ুন

ফখরুল: ইউনূস–মোদির বৈঠক আশার আলো দেখাচ্ছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন