এবার কাকে বেছে নেবে ফ্রান্সের জনগণ?
দ্বিতীয় দফা ভোটের মধ্য দিয়ে চূড়ান্তভাবে নিজেদের প্রেসিডেন্ট নির্বাচনের কাজে নেমেছে ফ্রান্সের জনগণ। মাক্রোঁ আর লে পেনের মধ্য থেকে একজনকে বেছে নেবে তারা।
রোববার স্থানীয় সময় সকাল ৮টা (বাংলাদেশ সময় বেলা ১২টা) থেকে মেট্রোপলিটান ফ্রান্সের ভোটকেন্দ্রগুলো খুলে দেয়া হয়। তবে এর বেশ কিছু সময় আগেই দেশের বাইরে থাকা ফরাসি নাগরিকদের ভোটদান শুরু হয়।
সন্ধ্যা ৭টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা রয়েছে। তবে কয়েকটি বড় শহরে রাত ৮টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকতে পারে। প্রতিটি ভোটকেন্দ্র শেষ হওয়ার পর পরই তাৎক্ষণিক একটি ফলাফল ঘোষণা করা হবে।
এর আগে গত ২৩ এপ্রিল ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ১১জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেনএন মার্চে দলের ইম্যানুয়েল মাক্রোঁ এবং ন্যাশনাল ফ্রন্ট (এফএন) দলের মেরিন লে পেন। কিন্তু সেবার ভোটে মাক্রোঁ এগিয়ে থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বীই সংখ্যাগরিষ্ঠতা জিততে পারেননি।
তাই দ্বিতীয় দফায় ৭ মেয়ে আবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এগিয়ে থাকা দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে। এবারের নির্বাচনে ব্যাপক ব্যবধানে মাক্রোঁর বিজয়ের সম্ভাবনা থাকলেও লে পেনের জেতার সম্ভাবনাও প্রচুর বলে মনে করছেন নির্বাচনী বিশ্লেষকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন