এবার কি লক্ষ্য পাকিস্তান? ভারতকে খুশি করে দিতে পারেন ট্রাম্প
মুসলিম সন্ত্রাসের কারণ দেখিয়ে ইতিমধ্যেই সাত দেশের নাগরিকদের আগামী ৯০ দিন আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। সেই তালিকায় এবার যুক্ত হতে পারে পাকিস্তানও।
প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পরেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করার ক্ষেত্রে সাতটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এখানেই শেষ নয়, জানা গিয়েছে আরও কিছু দেশ এই তালিকায় যুক্ত হতে পারে। সেই দেশগুলির মধ্যে রয়েছে পাকিস্তানের নামও।
রবিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রাইন্স প্রিবাস জানান, এই দেশগুলো ছাড়াও পাকিস্তানের মতো আরও কয়েকটি দেশে এই ধরনের সমস্যা রয়েছে। এই দেশগুলির বিরুদ্ধে ভবিষ্যতে পদক্ষেপ করা হবে।
সন্ত্রাসী তৎপরতার কারণ দেখিয়ে লিবিয়া, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের আগামী ৯০ দিন আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। একই সঙ্গে ১২০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের শরণার্থী কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। এই সমস্ত দেশগুলির বেশ কয়েকজন নাগরিককে বিমানবন্দরে আটকও করা হয়।
মার্কিন মুলুকে নিষেধাজ্ঞার তালিকায় পাকিস্তানের নাম থাকায় চাপে পড়েছে পাকিস্তান। এই বিষয়ে ইমরান খান জানান, সাতটি দেশের মতো পাকিস্তানিদের উপরেও নিষেধাজ্ঞা জারি করুক আমেরিকা। এর ফলে পাকিস্তানেরই ভালো হবে। আমেরিকা যদি এই রকম কোনও পদক্ষেপ করে, তবে আমেরিকার বিরুদ্ধে ঠিক একই রকমের ব্যবস্থা নেবে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন