এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন. এম. রবিউল আউয়াল চৌধুরীকে গুম ও হত্যার হুমকির দেয়া হচ্ছে। মোবাইলফোনের মাধ্যমে তাকে এ হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।
একই সাথে তার মা-বোনসহ আত্মীয় স্বজনদের মোবাইলেও তাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে।
রবিবার আউয়াল চৌধুরী ফেসবুকে স্ট্যাটাসে জানান, একটি নাম্বার (০১৭৪৩৭৭০৭০৫) থেকে গত তিন চার মাস ধরে তাকে ফোন করে ২ কোটি টাকা দাবি করে আসছে। সেই সাথে টাকা না দিলে হত্যার হুমকি দেয়া হচ্ছে। এখনো প্রায় প্রতিদিন তার মাকে ফোন করে তাকে অপহরণ, গুম ও খুন করার কথা বলা হচ্ছে নির্বিকারে।
ওই স্ট্যাটাসে তিনি আরো লেখেন, এখন তার মনে একটা অস্বস্ত্বি তৈরি হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এফ এম রেজাউল করিম সিদ্দিকী খুন হলেন এক রকম বিনা কারণেই। এতদিন হত্যার পিছনে ছিল ধর্ম ও রাজনৈতিক সংশ্লিষ্টতা।
তবে কি এখন সাংস্কৃতিক চর্চাকেও যুক্ত করা হল? যারা নিজ সংস্কৃতির চর্চাতে বিশ্বাসী, যারা সমাজ ও সংস্কৃতির বোধকে নিজের ভেতর লালন করেন, এখন থেকে কি সেই বোধকে লালনের পাশাপাশি নিজেকে হত্যা ও খুনের সম্ভাবনা কেউ সাথে নিয়ে চলবেন?
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নৃবিজ্ঞান বিভাগের প্রধান মোহাম্মদ আইনুল হক বলেন, সংশ্লিষ্ট শিক্ষককে থানায় জিডি করতে বলা হয়েছে। অনেক দিন ধরে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

কুড়িগ্রামে ভয়াবহ বন্যায় ২ লাখ মানুষ পানিবন্দী
কুড়িগ্রামে টানা ৬ দিন বন্যায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মানুষজনবিস্তারিত পড়ুন

চৌদ্দগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশেরবিস্তারিত পড়ুন

টাকার বিনিময়ে স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দেন স্বামী, অতঃপর…
কুমিল্লায় ৫ হাজার টাকার বিনিময়ে স্ত্রীকে তিন ধর্ষকের হাতে তুলেবিস্তারিত পড়ুন