এবার কোয়েল মল্লিকের সাথে শাকিব খান!
এবার ঢাকার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে কোয়েল মল্লিক ও শাকিবকে। ঢালিউডের অভিনয় করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। গত পহেলা অক্টোবর শামিমুল ইসলাম শামিম পরিচালিত ‘দ্যা প্ল্যান’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। কোয়েলের সঙ্গে ছবিটিতে আরো অভিনয় করতে পারেন কায়েস আরজু ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
এছাড়াও কিং শাকিব খানকেও দেখা যেতে পারে ছবিটিতে। আগামী বছর ফেব্রুয়ারীতে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। পরিচালকের নিজের লেখা ভিন্ন গ্রহের একটি গল্পে দেখা যাবে কোয়েলকে। কোয়েলের সঙ্গে অন্য একটি গ্রহ থেকে পরীমনি আসেন পৃথিবীতে। পৃথিবী নিয়ে একটি পর্যবেক্ষণে আসেন তারা। পৃথিবীতে এসে কোয়েল প্রেমে পড়েন এক কম্পিউটার ইঞ্জিনিয়ারের। এদিকে পরীমনিরও একই অবস্থা। এমনই এক গল্পে এগিয়ে যাবে ছবিটি।
শামিমুল ইসলাম শামিম বলেন, চলতি বছরই ছবিটির শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু আমার রানিং ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’র কাজ শেষ না হওয়ার কারণে শুরু করতে পারছি না। তবে এরইমধ্যে বাংলা ১৫ লক্ষ টাকায় কোয়েল মল্লিককে চুক্তিবদ্ধ করেছি। এছাড়াও আরজু এবং পরীমনিকে আগেই চুক্তিবদ্ধ করেছি। তিনি আরো বলেন, শাকিবের সঙ্গে এখনো কথা হয়নি। শাকিব এখন শুটিংয়ে দেশের বাইরে আছেন। দেশে ফিরলে কথা বলবো।
শাকিব রাজি না হলে ওপার বাংলা থেকে দেবকে নেওয়া হবে। এমনকি দেবের সঙ্গে ছবিটি নিয়ে প্রাথমিক কথাও হয়েছে। তবে শাকিবকে নিয়েই কাজটি করতে চাই। ওয়ান স্টার মুভিজের ব্যানারে ছবিটিতে আরো অভিনয় করবেন আলীরাজ। ছবিটি প্রযোজনা করবেন মোজাম্মেল হক খান।
এই সংক্রান্ত আরো সংবাদ

এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
রাজধানী ঢাকার সরকারি আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ হত্যাচেষ্টারবিস্তারিত পড়ুন

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন