এবার গাজীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারণও করলো ধর্ষক

মাগুরায় ৮ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ফুঁসে উঠেছে সারাদেশ। এর মধ্যেই গাজীপুরে উঠলো ৮ বছরের আরেক শিশুকে ধর্ষণের অভিযোগ।
ইয়াবা সেবন করে শ্রীপুর উপজেলার বরমী এলাকার শালবনের ভেতর শিশুটিকে নিয়ে ধর্ষণ করে আরমান আলী (২৭) নামের ওই যুবক। এ সময় সে ভিডিও ধারণ করে সোশ্যাল হ্যান্ডেল ইমোর মাধ্যম বন্ধুদের পাঠায় বলেও প্রমাণ মিলেছে। অভিযুক্ত আরমান আলীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
শনিবার (৮ মার্চ) সন্ধ্যার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী এলাকায় এ ঘটনা ঘটে।
ধর্ষণের ভুক্তভোগী শিশুটি শ্রীপুর উপজেলার বাসিন্দা। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর অভিযুক্ত আরমানের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নে। সে গত কয়েক বছর ধরে বরমী এলাকায় বন বিভাগের জমিতে কুঁড়েঘর তুলে বসবাস করে আসছিল, পাশাপাশি দৈনিক মজুরিভিত্তিক কাজ করত।
ভুক্তভোগী শিশুটির বাবা ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের পর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না।। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে ওই এলাকার বনের গভীর থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তারা। এরপর বনের ভেতর তল্লাশির সময় ভুক্তভোগী শিশুসহ আরমানকে পাওয়া যায়। শিশুর কাছে বিস্তারিত জেনে আরমানের মোবাইল ফোন উদ্ধার করে ধারণ করা ভিডিও পাওয়া যায়। ভিডিওটি তিনটি ইমো নাম্বারে পাঠানো হয়েছে বলে স্বীকার করে আরমান। এ সময় আরমানকে গণধোলাইয় দিয়ে একটি গুদামে আটকে রেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশে এসে তাকে থানায় নিয়ে যায়।
তাকে আজ আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আখতার।
তিনি বলেন, “ধর্ষক আরমানকে পুলিশি হেফাজতে আনা হয়েছে। নির্যাতনের শিকার শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরমান শিশুকে ধর্ষনের কথা স্বীকার করেছে। সে ইয়াবা সেবন করে এ ঘটনা ঘটিয়েছে বলে স্বীকারোক্তি দিয়েছে।”
তিনি আরও বলেন, “মোবাইল ফোনে ধারণ করা কয়েকটি ভিডিও উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয়েছে মোবাইল ফোন।”
এই সংক্রান্ত আরো সংবাদ

শিশুসন্তানকে ধর্ষণের খবর শুনে বাবার মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচংয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এইবিস্তারিত পড়ুন

এবার ঈদে নতুন নোট বিতরণ হচ্ছে না
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাজারে নতুন নোট বিতরণ করবে নাবিস্তারিত পড়ুন

মাগুরায় ধর্ষণের শিকার শিশুর শারীরিক অবস্থা নিয়ে যা জানালো আইএসপিআর
মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)বিস্তারিত পড়ুন