এবার গুর্খাদের মহিষ হত্যা বন্ধ হলো ভারতে
সেনাবাহিনীর বিশেষ অনুষ্ঠানে মহিষ হত্যা বন্ধে নির্দেশ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির সামরিক বাহিনীতে থাকা গুর্খা সেনারা দীর্ঘদিন ধরেই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে মহিষ বলি দেন। কিন্তু এবার এই নির্দেশের কারণে এমন উদযাপন বন্ধ হলো।
ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে, দেশটির বর্তমান আইন অনুযায়ী মহিষ বলি দেওয়া অবৈধ। দেশের আইন সেনাবাহিনীকেও মানতে হবে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েক কর্মকর্তার বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেনাবাহিনীর নির্দিষ্ট কিছু ইউনিট পুরুষ মহিষ বলি দেয়। মূলত গুর্খা সেনারা এমনটি পালন করেন। তবে একটি নির্দেশে এটি বন্ধ করতে বলা হয়েছে। তাদের মতে, সামরিক বাহিনীর মহিষ বলি বেশ পুরোনো। এই রীতি এখন দেশের আইনের পরিপন্থী। এমন উৎসবে প্রাণী হত্যার বিরুদ্ধে সরকারের আইন আছে।
বিভিন্ন সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া আরো জানিয়েছে, চলতি মাসের শুরুতেই সেনাবাহিনীর গুর্খা ইউনিটের কাছে মহিষ হত্যা বন্ধের নির্দেশ দেওয়া হয়।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সবাইকে নিয়ম মানতে হবে। তবে যদি এমন ঐতিহ্য মানতেই হয়, তবে সরকারের নির্দিষ্ট কসাইখানা আছে। সেখানেই পশু জবাই করা হবে।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সামরিক বাহিনীর অনেক কর্মকর্তাই মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে এর বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন অনেকে। অনেকে জানান, দীর্ঘদিন ধরেই গুর্খাদের পশু বলি দেওয়া কমে এসেছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি ছিল, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পবিস্তারিত পড়ুন

ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন

মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন