এবার গেইলদের সাথে ‘যুক্তরাষ্ট্র’ কাঁপাবেন টাইগার সাকিব !

সবে মাত্র শেষ হল টি ২০ বিশ্বকাপ। এরই মধ্যে আবার শুরু হতে যাচ্ছে আইপিএল ২০১৬। এই জমকালো আসরে বলিউড বাদশাহ শাহরুখের দল কলকাতা নাইট রাইডারসের হয়ে খেলবেন সাকিব আল হাসান। সব মিলিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
এবার টি-টোয়েন্টির স্বর্গরাজ্য ওয়েস্ট ইন্ডিজের তারকাদের সাথে হাত মিলাচ্ছেন সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা এই দেশের ক্রিকেটারদের সাথে সিপিএল খেলবেন তিনি।
এবার ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াহস দলের হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আর এবারের ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ছয়টি ম্যাচ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। সে সুবাধে সিপিএলের চতুর্থ আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে মোটা অংঙ্কের চুক্তিতে যুক্তরাষ্ট্র কাঁপাতে যাচ্ছেন টাইগার ক্রিকেটার সাকিব আল হাসান।
১ লাখ ১০ হাজার ডলারে সাকিবকে দলে নিয়েছে জ্যামাইকান দলটি। সাকিবের সঙ্গে এ দলটিতে রয়েছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও আন্দ্রে রাসেল।
যুক্তরাষ্ট্রে সাকিবের দলের প্রথম ম্যাচ ৩০ জুলাই। প্রতিপক্ষ সেন্ট লুসিয়া। পরদিন একই প্রতিপক্ষের বিপক্ষে খেলবে জ্যামাইকা তালাওয়াস। ২০১৩ সালে সাকিবের বর্তমান দল সিপিএলের প্রথম আসরের শিরোপা জিতেছিল।
তবে সেবার সাকিব বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে খেলেছিলেন। ২০১৪ সালে একই দলের বিপক্ষে সাকিবের খেলার কথা থাকলেও ক্রিকেট বোর্ড থেকে অনুমতি পাননি সাকিব।
উল্লেখ্য, ২৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ফ্লোরিডার লাউডারহিল স্টেডিয়ামে সিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন