এবার চিকিৎসকের স্ত্রীকে কুপিয়ে হত্যা!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কুপিয়ে মোবাশ্বেরা বেগম (৫০) নামে এক চিকিৎসকের স্ত্রীকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা-বিলওয়াই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
মোবাশ্বেরার স্বামী ডা. আবুল কাশেম হাজীগঞ্জ বাজারের চিকিৎসক। তাদের তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
স্বামী ডা. আবুল কাশেম বলেন, বাড়িতে আমার স্ত্রী একা ছিল। দুপুর তিনটার দিকে বাসায় ভাত খেতে এসে দেখি ঘর এলোমেলো। স্ত্রীকে না পেয়ে আশপাশে খোঁজাখুজির পর পাশ্ববর্তী ডোবায় মৃতদেহ পড়ে থাকতে দেখি।
ঘরের কিছু খোয়া যায়নি উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে স্ত্রী মোবাশ্বেরা ঘুম থেকে উঠে। পরে ১১টায় হাজীগঞ্জ বাজারে তার চেম্বারে যায়। সেখান থেকে বাজার করে বাসায় চলে আসে। ওই সময় বাড়িতে আর কেউ ছিল না।
তিনি আরও বলেন, আমার স্ত্রীকে কে বা কারা ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে।
নিহতের ছেলে সাখাওয়াত হোসেন বলেন, আমাদের কারো সঙ্গে শত্রুতা নেই।
কান্নারত অবস্থায় মেয়ে তানিয়া বলেন, সকালে মা আমাদের বাসায় গিয়েছিল। আমরা মায়ের হত্যাকারীর বিচার চাই।
হাজীগঞ্জ থানার এসআই মনিরুল ইসলাম বলেন, নিহত মোবাশ্বেরার কানের নিচে, পেটে ও ঘাড়ে ধারালো অস্ত্রে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বটি উদ্ধার করা হয়েছে। তবে ওই তাতে রক্তের দাগ নেই।
হাজীগঞ্জ থানার ওসি মো. শাহআলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এখনও হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ

বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে, ৩ জনে মৃত্যু
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রেবিস্তারিত পড়ুন

হবিগঞ্জে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরের হরিতলা বাদশা গেইট এলাকায় ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষেবিস্তারিত পড়ুন

‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ গৃহবধূকে পিটিয়ে হত্যা
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘ধর্ষণে ব্যর্থ হয়ে’ এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করাবিস্তারিত পড়ুন