এবার চীনে পাবলিক টয়লেট খেকে নবজাতক উদ্ধার
চীনের বেইজিংয়ে পাবলিক টয়লেটের ভেতর থেকে সদ্যজাত এক কন্যাশিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। নবজাতককে হত্যার মত ঘটনা চীনে অহরহ ঘটছে। এ ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক ও সরকারের এক সন্তান নীতিকেই দায়ী করা হচ্ছে।
তথ্যমতে শিশুটির মা তাকে জন্ম দেওয়ার পর সুযোগ বুঝে টয়লেটের ভেতর রেখে পালিয়ে যায়। শিশুটির কান্নার শব্দ শুনতে পেয়ে আশপাশের মানুষ পুলিশকে খবর দেয়। পুলিশ এসে টয়লেটের ভিতরের পাইপ থেকে কন্যাশিশুটিকে উদ্ধার করে।
হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শরীরে বড় ধরনের কোনো সমস্যা হয়নি। পুলিশ বলেছে, শিশুটির মা তাকে টয়লেটের মধ্যে জন্ম দিয়ে আশংঙ্কাজনক অবস্থায় ফেলে রেখে চলে যায়। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
চীনে মাঝে মাঝে দাম্পত্য বহির্ভূত শিশু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাদের বাবা-মায়েরা সামাজিক লজ্জা ও অর্থনৈতিক সমস্যার কারণে সন্তানদের তারা পরিত্যাগ করেন। অন্যদিকে চীনে এক সন্তান নীতির বাধ্যবাধকতার কারণে এধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে বলে মনে করছেন অনেকে।
সাম্প্রতিক সময়ে চীনে এধরনের ঘটনা প্রকট আকার ধারণ করেছে। ২০১৩ সালের মে মাসে জেইজিংয়ের একটি টয়লেটে সদ্যজাত এক শিশুকে তার মা জন্মের পর ফেলে যায়।
ওই ঘটনায় পাইপে আটকা পড়া শিশুটিকে দুর থেকে একজন লোক দেখতে পেয়েছিলেন। এবং ভয়ঙ্কর এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পরে অবশ্য এটি দূর্ঘটনা হিসেবে ঘোষণা করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন