এবার চীন বন্ধ করল ভারতের ব্রহ্মপুত্র নদী

ভারত যখন ভাবছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবণ্টন চুক্তি খারিজ করার, ঠিক তখনই চীন বন্ধ করে দিল তিব্বতে ব্রহ্মপুত্রের একটি শাখানদী । যা বাংলাদেশের যমুনা নদী নামে পরিচিত। ব্রহ্মপুত্রের এই শাখানদীর প্রবাহ বন্ধ করে দেওয়ায় তার কতটা প্রভাব ভারত ও বাংলাদেশে পড়বে তা খতিয়ে দেখা হচ্ছে।
ভারত ও চীনের মধ্যে কোনও জলবণ্টন চুক্তি নেই। এই অবস্থায় দুই দেশের মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলির জলবণ্টন বিষয়ে ২০১৩-তে একটি ‘এক্সপার্ট লেভেল মেকানিজম’ চূড়ান্ত করে ভারত ও চীন। পাকিস্তানের সঙ্গে সিন্ধুচুক্তি খারিজ করতে পারে ভারত। তারই পাল্টা হিসেবে পাকিস্তানের বন্ধু দেশ চীন এই পদক্ষেপ করলো কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে এমন বার্ত।
চীনের এখনও পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল হাইড্রো প্রজেক্টের অংশ হিসেবে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।
তিব্বত হয়ে ভারতের অরুণাচল প্রদেশে এসে পড়ে জিয়াবুকু নামে ব্রহ্মপুত্রের এই শাখানদী। তবে জিয়াবুকু বন্ধ হয়ে যাওয়ায় ভারতের তার কতটা প্রভাব পড়বে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
২০১৪ সালে তিব্বতের জিগজে অঞ্চলে জিয়াবুকুর ওপর এই হাইড্রো প্রজেক্টের কাজ শুরু করে চীন। ২০১৯ সালে এর কাজ শেষ হওয়ার কথা। ৪.৯৫ বিলিয়ন ইউয়ান বা ৭৪০ মিলিয়ন ইউএস ডলার বাজেটের এই জলবিদ্যুত্ প্রকল্প এখনও পর্যন্ত চীনের সবচেয়ে খরচ সাপেক্ষ হাইড্রো প্রজেক্ট। উত্তর-পূর্ব ভারত এবং বাংলাদেশ এই নদীর নিম্ন তীরবর্তী অঞ্চল।
অন্যদিকে জিয়াবুকুর ওপর তৈরি এই ড্যামে জল আটকানো যায় না বলে দাবি করেছে চীন। ভারতের উদ্বেগ মাথায় রেখেই তারা যে কোনও সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে বেজিং। গত বছর চিনে ব্রহ্মপুত্রের ওপর নির্মিত জ্যাম হাইড্রোপাওয়ার স্টেশন ভারতের উদ্বেগ বাড়ায়। গত মার্চে ভারতের কেন্দ্রীয় জলসম্পদ প্রতিমন্ত্রী সানওয়ার লাল জাট বিবৃতি দিয়ে জানান যে এ বিষয়ে চীনের সঙ্গে কথা বলেছে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন