এবার ছুটি চান ‘বাহুবলী’ প্রভাষ

‘বাহুবলী টু’ ছবির প্রভাষ ক্লান্তি এড়াতে এবার লম্বা ছুটি চেয়ে বসলেন। একটি প্রভাবশালী জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথাই জানালেন তিনি। নিজের অভিব্যক্তি জানিয়ে বলেন, ‘বাহুবলীর শুটিং শেষ হওয়ার পর আমি একটা জিনিসই শুধু চেয়েছি, তা হলো বিশ্রাম। যদিও আমি এখন ছুটি কাটাচ্ছি। কিন্তু তাকে আরও একটু দীর্ঘ করতে চাই।’
দীর্ঘ সময় ধরে চলা ‘বাহুবলী’র শুটিংয়ে যেন বেশ ক্লান্তই হয়ে পড়েছিলেন প্রভাষ। কারণ, প্রথমে দুই বছর ধরে শুটিং চলবে এমন কথা বলা হলেও, পরে তা আরও দীর্ঘ হয়। এ ব্যাপারে প্রভাষ বলেন, ‘তখন আসলে কোনো ভাবেই বিষয়টি কাটিয়ে আসা সম্ভব হয়নি। আর সার্বিক পরিস্থিতিটা সামাল দেয়াও ছিল কষ্টের।’
তাই সবমিলিয়ে কাজ শেষে ছুটির জন্য যেন মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। এখন যুক্তরাষ্ট্রে সময় কাটালেও তা আরেকটু দীর্ঘ করতে চান তিনি। তবে প্রভাষ শুধু ক্লান্তির কথাই শোনালেন না, শোনালেন সাফল্যে তার আনন্দ আর ভালো লাগার কথা। আর তাই বিশ্রাম নিয়েই দর্শকদের আরও ভালো কিছু উপহার দেওয়ার পরিকল্পনা করছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন