এবার জরিমানা গুনতে হলো ভারতের সেই ‘মুস্তাফিজকে’
তবে এই ম্যাচ জিতলেও জরিমানা স্বাদ নিতে হয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বোলার বারিন্দার স্রানকে। যাকে কিনা ভারতের মুস্তাফিজ বলা হয়। গতকাল সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হয়েছিল মুস্তাফিজদের সানরাইজার্স হায়দরাবাদ।
টস হেরে প্রথমে ব্যাট করেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ২৩ রানের মাথায় পার্থিব প্যাটেলকে সরাসরি বোল্ড করেন সানরাইজার্স হায়দরাবাদের বারিন্দার স্রান।
প্যাটলকে আউট করেই বুনো উল্লাসে মেতে ওঠেন তিনি। পাশাপাশি অখেলোয়াড় সুলভ দৃষ্টিতে প্যাটেলের দিকে তাকিয়ে উল্লাস করেন। বিষয়টি শুধু উল্লাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না, ক্রোধে পরিণত হয়েছিল। সে কারণে ভারতের মুস্তাফিজ খ্যাত স্রানকে জরিমানা করা হয়েছে। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে তরুণ এই পেসারকে।
ম্যাচ রেফারি স্রানের আচরণকে খেলার স্পিরিটের পরিপন্থি বলে উল্লেখ করেছেন। মঙ্গলবার এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানায়, ‘স্রান আইপিএলের আচরণবিধির লেভেল-১ এর ২.১.৭ ধারা ভঙ্গ করেছে। তিনি শাস্তি মেনে নিয়েছেন। এই ধরণের অপরাধের জন্য ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।’
সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন স্রান।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন