এবার তসলিমায় আক্রান্ত বুদ্ধ-মমতা
এবার তসলিমা নাসরিন কর্তৃক আক্রান্ত হলেন বুদ্ধ-মমতা। ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করা নিয়ে চিদম্বরম ভুল স্বীকারের পরেই এবার মুখ খুললেন তসলিমা নাসরিন। তার ‘দ্বিখন্ডিত’ নিষিদ্ধকরণ নিয়ে এবার টুইটে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন তসলিমা। প্রায় ১২ বছর আগে পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয় তসলিমার লেখা বই ‘দ্বিখন্ডিত।’ সেই স্মৃতি উসকে টুইটারে প্রশ্ন তসলিমার- ‘পি চিদম্বরম বলেছেন, ‘স্যাটানিক ভার্সেস’ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ভুল ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য কবে বলবেন আমার বই ‘দ্বিখন্ডিত’ নিষিদ্ধ করাও ভুল ছিল?’
প্রসঙ্গত গত শনিবার অতীতের ভুল স্বীকার করে নিয়ে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা কংগ্রেসের শীর্ষ নেতা পি চিদম্বরম বলেছেন, রাজীব জমানায় সালমান রুশদির বই `স্যাটানিক ভার্সেস`-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা একটা ভুল সিদ্ধান্ত ছিল। `স্যাটানিক ভার্সেস` নিষিদ্ধ হওয়ার ২৭ বছর বাদে সেই পদক্ষেপ `ভুল` ছিল বলে জানালেন প্রাক্তন কেন্দ্রীয় এই অর্থমন্ত্রী। বলা যায়, সেই বিতর্ক নতুন করে উসকে দিলেন চিদম্বরম। আর সে সুযোগটা কেনোইবা হাতছাড়া করবেন তসলিমা!
তাই- শুধু সিপিএমই নয়, তসলিমার প্রশ্নে বিদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে মমতাকে তসলিমার পরামর্শ , ‘চিদম্বরমের কাছ থেকে শেখা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওর বলা উচিত, তসলিমার টিভি সিরিয়াল (দুঃসহবাস) নিষিদ্ধ করা ভুল হয়েছে। নিষেধাজ্ঞা তুলে ওর উচিত সিরিয়ালটি সম্প্রচার করতে দেওয়া।’
এই সংক্রান্ত আরো সংবাদ
প্রকাশ্যে জানালেনঃ দুই পরিচালকের সঙ্গে ‘প্রেম’ ছিল পায়েলের
টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির স্বনামধন্য দুজন পরিচালক রাজ চক্রবর্তী ও আবিরবিস্তারিত পড়ুন
প্রথম ‘সন্তানের’ জন্মলগ্নে কেঁদেছিলেন দেব ! দায়িত্ব অনেকটাই একা সামলাচ্ছেন তিনি
শিরোনাম পড়ে ভাবছেন, নায়ক দেব তো বিয়েই করেননি, তাহলে সন্তানবিস্তারিত পড়ুন
আলোচিত বাবা রাম রহিমের আয় কত, অনেকেই জানেনা?
ভারতের বিতর্কীত ধর্মগুরু বাবা রাম রহিমের পঞ্জাব, হরিয়ানায় স্থাবর সম্পত্তিরবিস্তারিত পড়ুন