এবার তিন এমপিকে ইসির মার্জনা
পৌরসভা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের কারণে দু:খ প্রকাশ করা ক্ষমতাসীন দলের তিন এমপির অপরাধ মার্জনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের কাছে সোমবার পাঠিয়েছে কমিশন। কমিশন সুত্র জানায়, এ এমপিরা হলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এম এ মালেক, নাটোর-২ আসনের মো. শফিকুল ইসলাম শিমুল ও বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমন।
চিঠির সত্যতা স্বীকার করে ইসির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, তিন এমপি পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করেছিলেন। এ অপরাধে কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠায়। ইসির চিঠির জবাবে তারা আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ স্বীকার করে দুঃখ প্রকাশ করেন।
তাই কমিশন বিষয়টি মানবিক বিবেচনায় তাদের অপরাধ মার্জনা করে চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আলোকে সোমবার তাদের চিঠি পাঠানো হয়েছে ।
এর আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ ওঠায় বিষয়টি তদন্ত করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিল কমিশন। তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাননি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। বিষয়টি কমিশনকে লিখিত জানালে দুই মন্ত্রীকে অভিযোগ তেকে অব্যাহতি দেয় ইসি।
এদিকে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মন্ত্রী ও হুইপসহ পাঁচ এমপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার কমিশনের উপসচিব রকিবউদ্দীন মন্ডল স্বাক্ষরিত এসব চিঠি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
গত ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে দল-সমর্থিত প্রার্থীদের পক্ষে বক্তব্য-বিবৃতি দিয়ে তারা আচরণ বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রি. জে. (অব.) মো. জাবেদ আলী বলেন, বর্তমানে যে আইন রয়েছে এতে বিচারিক ক্ষমতা রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া আছে। আচরণ বিধি লঙ্ঘন হলে রিটার্নিং কর্মকর্তা বা নির্বাহী এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ‘অন দ্যা স্পট’ ব্যবস্থা নেবেন।
তিনি বলেন, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে আমরা সব রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি। আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেয়া হবে না।
ইসির কর্মকর্তারা জানান, যে সব এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে তারা হলেন, সিরাজগঞ্জ সদর আসনের এমপি মোহাম্মদ নাসিম (স্বাস্থ্যমন্ত্রী), শেরপুর সদরের আতিউর রহমান আতিক (জাতীয় সংসদের হুইপ), রাজশাহী তাহেরপুরের এমপি এনামুল হক, ময়মনসিংহ নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খান ও ফেনীর এমপি নিজাম হাজারী।
প্রসঙ্গত, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট গ্রহণ করা হবে। মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রায় ১২ হাজার প্রার্থী প্রতিদ্ব›ন্দ্বীতা করছেন। এ নির্বাচনে ভোট দেবেন প্রায় ৭২ লাখ ভোটার।
এই সংক্রান্ত আরো সংবাদ
ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন
আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন
জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকেবিস্তারিত পড়ুন