এবার নতুন টেস্ট র্যাংকিংয়ে উন্নতি ঘটল ভারত-ইংল্যান্ডের,দেখেনিন বাংলাদেশের অবস্থান

সম্প্রতি নতুন টেস্ট র্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। এতে অপরিবর্তিত অবস্থানে আছে দক্ষিন আফ্রিকা ,আর উন্নতি ঘটেছে ইংল্যান্ড ও ভারতের।
এর কারন হিসেবে লক্ষ্য করা যায়, সম্প্রতি ইংল্যান্ড ও দক্ষিন আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হেরেছে দক্ষিন আফ্রিকা। ফলেই, দক্ষিন আফ্রিকা বর্তমান র্যাংকিংয়ে দুই নম্বরে থাকলেও অস্ট্রেলিয়াকে টপকে তিন নম্বরে চলে এসেছে ইংল্যান্ড।
ইংল্যান্ড ও দক্ষিন আফ্রিকার মধ্যকার টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে সফরকারী দক্ষিন আফ্রিকাকে ১৭৭ রানে হারিয়ে ১৯ বছর পর প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার স্বাদ নিলো ইংল্যান্ড।
এদিকে শ্রীলংকা সফরে তিন ম্যাচে সিরিজের তিনটিতেই জিতে আইসিসি র্যাংকিংয়ে ১২৩ রেটিং পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে আছে বিরাট কোহলির ইন্ডিয়া। এরপর ১১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ডে নাস্তানাবুদ হওয়া প্রোটিয়ারা। আর তার পরের অবস্থানেই ১০৫ পয়েন্ট নিয়ে আছে ইংল্যান্ড। ১০০ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আসে অস্ট্রেলিয়া।
আইসিসি র্যাংকিংয়ে ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে ৫-এ নিউজিল্যান্ড, ৯৩ ও ৯২ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও শ্রীলংকা যথাক্রমে আছে ছয় ও সাত নম্বর অবস্থানে।
বাংলাদেশের ঠিক উপরে ৭৫ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, ৬৯ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ৮ নম্বরে।
এদিকে ১৮ আগস্ট দুই টেস্ট খেলতে বাংলাদেশ আসছে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে পারে তবে এক লাফে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৮১। তাতে সহজেই উঠে যাবে আট নম্বরে। আর এমন হলে তিন নম্বরে থাকা অস্ট্রেলিয়াকে নেমে যেতে হবে সাতে! বাংলাদেশের সিরিজ জয়ের ব্যবধান যদি হয় ১-০ তাতেও আটে উঠবেন মুশফিকরা। তখন টাইগারদের রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৯।
যদি ১-১ এ সিরিজ ড্র হয় তবে রেটিং পয়েন্টই কেবল বাড়বে টাইগারদের। স্টিভেন স্মিথদের কাছে ১-০ তে সিরিজ হারলে রেটিং পয়েন্ট যা আছে তাই থাকবে বাংলাদেশের। কিন্তু হোয়াইটওয়াশ হলে ৩ রেটিং পয়েন্ট হারাবে মুশফিকুর রহিমের দল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন