এবার নায়িকা সম্পর্কে যা বললেন নুসরাত ফারিয়া!
বর্তমান সময়ের বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। ‘আশিকী’ ও ‘হিরো ৪২০’ সিনেমা দুটি মুক্তির পরে এবার দর্শকদের সামনে আসছেন ‘বাদশা’র হাত ধরে। যেখানে ফারিয়া কলকাতার জনপ্রিয় অভিনেতা জিতের বিপরীতে অভিনয় করছেন। ‘বাদশা’য় তিনি তাঁর ‘সৃষ্টিশীল’ শিল্পগুণের মাধ্যমে দেশের নায়িকা সম্পর্কে বিদ্যমান ধারণা পাল্টে দিতে প্রস্তুতি নিয়েছেন।
হালের জনপ্রিয় উপস্থাপিকা ও রেডিও জকি থেকে চিত্রনায়িকায় নাম লেখানো এ নায়িকা চলচ্চিত্রে নতুন মুখ হলেও শোবিজে নিজের অবস্থান পাকা করতে উঠে-পড়ে লেগেছেন। মডেলিংয়েও পরিচিত মুখ তিনি। গত বুধবার থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘বাদশা’ সিনেমার চিত্রায়ন শুরু হয়েছে। এতে তার সহ-শিল্পী হিসেবে রয়েছেন জিৎ।
যৌথ প্রযোজনার এই সিনেমায় কাজের অভিজ্ঞাতা নিয়ে গত ১৭ মার্চ প্রিয়.কমের সাথে কথা হয়েছে নায়িকা নুসরাত ফারিয়ার। জিতের সঙ্গে শুটিংয়ের ‘রোমাঞ্চকর’ উপলব্ধি জানালেন তিনি। বললেন, ‘ভাল ছিল, খুব ভাল ছিল। এককথায় সময়টা দারুণ কেটেছে। বিশেষ করে ছবিটির পরিচালক বাবা জাদব। একজন অসাধারণ মানুষ। তার সাথে কাজ করে সময়টা দারুণ উপভোগ করেছি। আমার মনে হয়েছে শুটিং সেটের মধ্যে পার্র্টি হচ্ছে।’
সহশিল্পী জিৎ সম্পর্কে নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘জিৎ কাজের ব্যাপারে খুবই সিরিয়াস। তবে বেশ মজার একজন মানুষ তিনি। আমি জিতের তুলনায় বয়সে অনেক ছোট। আর কথা বলার সেরকম সুযোগও হয়ে উঠেনি। কারণ আমার মাত্র একটি সিকোয়েন্স ছিল।’
জিৎ এবারই প্রথম ঢাকার সিনেমায় অভিনয় করছেন। সে হিসেবে নুসরাত ফারিয়া তার প্রথম নায়িকা। ফারিয়াও জীবনের প্রথম অভিনয় করছেন জিতের সঙ্গে। জিতকে দেখছেন আগ্রহ নিয়ে। তবে জিৎ নুসরাত ফারিয়াকে কীভাবে দেখছেন এমন বিষয়ে তার বক্তব্য, ‘সে আমাকে একটা কথাই বলেছে তুমি আমার প্রথম বাংলাদেশি হিরোইন। এটা আমার জন্য আনন্দের একটি বিষয়। তখন আমি বলেছি না, তুমি যেভাবে বললে আমার জন্যও ঠিক তেমনই।’ ফারিয়া এও বলেন, ‘হয়তো সে নিয়ম রক্ষার্থে বলেছে কি না তা আমি জানি না।’
তিনি আরও বলেন, ‘বাদশা সিনেমার দৃশ্যায়নে জিতের সাথে শুটিংয়ে আমাদের প্রথম সিকোয়েন্স ছিল জিৎকে প্রপোজ (প্রেম নিবেদন) করা। সেও আমাকে বলে আমি তোমাকে ভালোবাসি। আমিও তার জবাব দিচ্ছিলাম। আমি যতবারই বলছি আই লাভ ইউ বাদশা- তার ফিল (অনুভূতি) আসতেছিল না। পরিচালক বলতেছিল-এখন ও বলবে। যখন আমার সিন আসল তখন আমি স্ট্রেট ‘আই লাভ ইউ বাদশা’ বলে দৌঁড়ে আমি জিৎকে জড়িয়ে ধরব। আমি তো বিষয়টি নিয়ে দ্বন্দ্বে। আমি যতবারই বলছিলাম ততবারই পরিচালকের দিকে ফিরে তাকাচ্ছিলাম। যাব কি যাব না। তখন জিৎ বলছে, কেয়া হে ইয়ার, আমাকে না, পরিচালককে ভালো লেগেছে। তখন শুটিংয়ের সবাই হেসে ফেলেছে। আমি বলেছি না না। আমি পরিচালকের নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম। আমি কি সঠিক নির্দেশনায় যাচ্ছি কি না।’
যৌথ প্রযোজনা নিয়ে বর্তমানে বিভিন্ন ধরনের বিতর্ক চলছে। আর ফারিয়ার ক্যারিয়ার শুরু হয়েছে এ ঘরানার ছবিতে অভিনয় করে। তবে কাজের বিষয়ে সচেতন তিনি। বললেন, ‘আমি যা কিছুই করি না কেন, সবার আগে আমি আমার দেশকে আমার কাজের মাধ্যমে তুলে ধরতে চাই। তারপর বাকি সব। আর আমি যখন কাজ ভালো করব তখন বলতে পারব বাংলাদেশিরা ফেলনা নয়।’
‘আমার ধারণা হয়তো তারা ভেবেছিল প্রথমবারের মতো আমি কাজ করছি। নতুন হিরোইন। কিনা কি করে! গত বুধবার ল্যা মেরিডিয়ানের হোটেলের লবিতে শুটিং হচ্ছিল। যা তিন ঘণ্টার জন্য ভাড়া নেওয়া হয়েছিল। আর শুটিংয়ে যেখানে আমার অনেক কথোপোকথন ছিল। কিন্তু আমি সেটি ৪৫ মিনিটের মধ্যে শেষ করে দিয়েছি। তারা তো বেশ অবাক হয়েছে। অনেকেই বলেছে, এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব? সঠিক অভিনয় কিংবা অন্যান্য বিষয়গুলোতে পুনাঙ্খানুপুঙ্খভাবে নিজেকে তুলে ধরেছো।’
ফারিয়া এখনো উপস্থাপনা কিংবা রেডিওতে কাজ করার সময় তৈরি হওয়া ভক্তদের কথা ভেবে রোমাঞ্চিত হন। তিনি বলেন, ‘আমার একটা শ্রেণির দর্শক রয়েছে, যেমন-উপস্থাপিকা নুসরাত ফারিয়ার ফ্যান তারা। যারা রেডিও তে আমার কথা শুনত। এখন তারা সিনেমা হলে গিয়ে তার ছবি দেখেন। এদিক থেকেও আমার এক শ্রেণির দর্শক আছে। ‘হিরো ৪২০’ এ আশিকি থেকে অনেক বেশি প্রশংসা পেয়েছি। এখন আমাকে যাদের সাথে তুলনা করা হয়, তারা সিনেমায় আমার দিক থেকে অনেক বেশি সিনিয়র। এমনকি আমার অভিনীত ‘হিরো ৪২০’ যখন মুক্তি পেল তখন আমাকে তুলনা করা হলো কার ছবি মুক্তি পেল?’
‘বাদশা’ ফারিয়ার তৃতীয় চলচ্চিত্র। এ অল্প সময়ের মধ্যেই তার অভিনয় নিয়ে অনেক গুণী শিল্পীদের সঙ্গে তার তুলনা করা হয়। একথা ভেবেও দারুণ রোমাঞ্চিত ফারিয়া। আর জানাতে ভুল করলেন না, ‘আমার মনে হয় এ জায়গাটায় আমি ভাল কাজ করছি বলেই আমাকে অন্য আরেকজনের সাথে তুলনা করা হয়। এ বিষয়টি আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। বাংলাদেশের নায়িকা সম্পর্কে যে ধারণা প্রচলিত আছে সেটি ভাঙতে চাই। সেটি সবদিক থেকেই। ‘হিরো ৪২০’ ছবিতে দর্শক আমাকে যেমন নতুনরূপে দেখতে পেয়েছে বাদশাতেও ঠিক তার থেকেও ভিন্নরূপে দেখতে পাবেন।’
এদিকে বাদশা’র বাংলাদেশ অংশের শুটিং শেষ। এরপর মিশন কলকাতা। ২৭ মার্চ থেকে শুরু। আর নুসরাত ফারিয়া ঢাকা ত্যাগ করবেন ২৫-২৬ তারিখের দিকে । এদিকে গত বছর সেপ্টেম্বর মাসে ভারতের টাইমস অব ইন্ডিয়ায় খবর প্রকাশিত হয়েছিল, এমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। শুটিংও শুরু হওয়ার কথা ছিল শিগগিরই। কিন্তু হঠাৎ থমকে যায় সবকিছু। এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘আগামী অক্টোবর পর্যন্ত আমার শিডিউল নিয়ে রেখেছে জাজ মাল্টিমিডিয়া। ‘গাওয়াহ: দ্য উইটনেস’ নামের ছবির টিমের সঙ্গে এ মাসের শেষে মিটিং হবে। তখন সিদ্ধান্ত নেব কবে থেকে শুটিং শুরু করব।’
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন