মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়লেন সেই মেহেদি হাসান মিরাজ

রেকর্ড গড়লেন সেই মেহেদি হাসান মিরাজ। এবার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দুই তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও শুভাশিস রায়ের অভিষেক হচ্ছে- এটা আগেই জানা ছিল। ধারণা করা হচ্ছিল, দুই দিক থেকে দুই তরুণ তুর্কী নতুন বল হাতে দৌড় শুরু করবেন।

কিন্তু সবাইকে অবাক করে ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বল হাতে তুলে দিলেন মেহেদি হাসান মিরাজের হাতে। বোলিং মার্কের দিকে এগুচ্ছেন অফস্পিনার মিরাজ। নিউজিল্যান্ডের বাতাস আর ঘাসযুক্ত উইকেটেও স্পিনার দিয়ে বোলিং আক্রমণ শুরু! কে কবে এমনটা দেখেছে? হ্যাঁ দেখেছে। তবে সেটা টেস্টে নয়। ওয়ানডেতে।

১৯৯২ সালে ঘরের মাঠে বিশ্বকাপে প্রায় প্রতি খেলায় অফস্পিনার দীপক প্যাটেলকে দিয়ে বোলিংয়ের সূচনা করিয়েছিল নিউজিল্যান্ড। সেটা ৫০ ওভারের ম্যাচে; কিন্তু পাঁচদিনের টেস্টে স্পিনার দিয়ে শুরু? এর আগে কখনো হয়েছে?

হয়েছে। মিরাজের আগে নিউজিল্যান্ডের মাটিতে আরো তিন স্পিনারের বোলিং শুরুর রেকর্ড আছে। তবে সেটা প্রথম কোনো দলের প্রথম বোলিং ইনিংসে নয়। পরের ইনিংসে। প্রথমজন হলেন ইংলিশ স্পিনান ডেনিস কম্পটন। তিনি ১৯৫১ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার তৃতীয় ও ইংলিশ বোলিংয়ের দ্বিতীয় ইনিংসে বোলিং শুরু করে দুই ওভার করেছিলেন।

দ্বিতীয়জন হলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার সি ই এক্সটেনের। তিনি ১৯৯৫ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ওভারের ওপেনিং স্পেল করেন। সেটা ছিল ম্যাচের চতুর্থ ইনিংসে। অর্থাৎ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের সময়।

আর কিউই বাঁ-হাতি স্পিনার ও সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিও একবার টেস্টে বোলিং ওপেন করেন। সেটা ১৯৯৯ সালে হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজদের বিরুদ্ধে। ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংসে বোলিং শুরু করেন বাঁ-হাতি স্পিনার ভেট্টোরি।

আর আজ মেহেদি হাসান মিরাজ বল করলেন একদম প্রতিপক্ষের প্রথম ইনিংসে। এমন ঘটনা নিউজিল্যান্ডের মাটিতে এই প্রথম। আর ওয়েলিংটনের বেসিন রিজার্ভেও প্রথম। ৮ ওভারের প্রথম স্পেলে উইকেট না পেলেও দ্বিতীয় ওভারে উইকেট পাওয়ার সম্ভাবনা জাগিয়ে ছিলেন মিরাজ।

তার বলে ঠিকমত খেলতে না পেরে ক্যাচ দিয়ে ফেলেছিলেন কিউই ওপেনার রাভাল। প্রথম আর দ্বিতীয় স্লিপের পাশ দিয়ে বল চলে যায়। স্লিপে একজন ছিলেন। দু’জন থাকলেই হয়ত ক্যাচ হয়ে যেত।

এর মানে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম কোনো স্পিনারে বল হাতে সূচনা। আর ম্যাচের দ্বিতীয় তথা পরে ব্যাট করা দলের প্রথম ইনিংসে বোলিং সূচনাকারী হিসেবে মেহেদি হাসান মিরাজই প্রথম স্পিনার।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি