এবার নিজেই বিশ্রাম চাইলেন মুস্তাফিজ, কিন্ত কেন ?
এতদিন তার শারীরিক সমস্যার কারণে মাঝেমধ্যেই বিশ্রামে রাখা হয়েছিল। সেটা ফিজিওর পরামর্শ এবং কোচের সম্মতিতে। রবিবার অনুষ্ঠিতব্য শেষ টি-টোয়েন্টি ম্যাচের আগে হঠাৎই শোনা গেল মুস্তাফিজ খেলছেন না। তার বদলে একাদশে সুযোগ পেতে যাচ্ছেন তাসকিন আহমেদ। বিষয়টা শুনতে সহজ হলেও আসলে এতটা সহজ নয়। কারণ জানা গেল, এবার নাকি নিজেই বিশ্রাম চেয়েছে মুস্তাফিজুর রহমান!
পুরোপুরি সুস্থ না হওয়া অবস্থাতেও যে মুস্তাফিজ মাঠে নামার জন্য পাগল ছিল তার এমন আচরণে বিস্মিত হয়েছে সবাই। সিরিজের প্রথম দুটি ওয়ানডের পর তৃতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল মুস্তাফিজকে। ঝুঁকি এড়াতে প্রথম টেস্টেও দলে রাখা হয়নি তাকে। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচ খেলার পর আবারও তিনি বিশ্রামে যাচ্ছেন-এমনটাই শোনা যাচ্ছিল। কারণ হিসেবে জানা যায়, কাটার মাস্টার নাকি আবারও পিঠে ব্যাথা অনুভব করছেন।
কিন্তু বিভিন্ন সূত্রে জানা গেছে, রবিবারের ম্যাচে বিশ্রামে থাকার বিষয়ে ফিজিও কোনো নির্দেশনা দেননি। নির্দেশনা দেননি কোচও। তবে কেন মুস্তাফিজের এই বিশ্রাম? এই বিষয়টা নিয়েই চিন্তিত সবাই। মুস্তাফিজ মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন না তো? এমন একজন বিশ্বমানের বোলারের এই বয়সে মানসিকভাবে এতটা নুইয়ে পড়া বিস্ময়কর লাগছে সবার কাছে। টি-টোয়েন্টি সিরিজ চলাকালে তিনি নাকি নেটেও বল করেননি। কিন্তু ফিজিও ডিন কনয়ের মতে, মুস্তাফিজের এখন কোনো শারিরীক সমস্যা নেই।
এসব কারণে মুস্তাফিজকে নিয়ে চিন্তায় টিম ম্যানেজম্যান্ট। কাটার মাস্টারের সমস্যা জানতে আজ রাতেই তাকে নিয়ে অধিনায়ক, কোচ এবং নির্বাচকদের বসার কথা রয়েছে। শুধু সমস্যা জানাই নয়, দ্বিতীয় টেস্টে তার থাকা না থাকার বিষয়েও আলোচনা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন