এবার নিজেদের জন্য বাড়ি ঠিক করলেন কোহলি-আনুশকা

কয়েকদিন আগে প্রথমবারের মত নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি। বলেছিলেন আনুশকাকে গোপনে বিয়ে করবেন না তিনি।
সবাইকে জানিয়েই করবেন। এবার ব্যাচেলের জীবনের ইতি টানার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন তারা।
গত বছরের মাঝামাঝি একবার গুজব উঠেছিল ব্রেক-আপ হয়ে গিয়েছে কোহলি-আনুশকার। তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে আবারও মসৃন হয়েছে তাদের সম্পর্কের রসায়ন। সূত্রের খবর, চলতি বছরেই দুজনে গাঁটছড়া বাঁধছেন।
সীমিত ওভারের ক্রিকেটে ধোনির কাছ থেকে নেতৃত্বের দায়িত্বভার নেওয়ার পরে প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে আগামীকাল ১৫ জানুয়ারি বাইশ গজে নামছেন কোহলি। কোহলির রাজত্বের শুরুর আগেই এবার আনুশকার সঙ্গে তাকে দেখা গেল ওরলির ব্যস্ত রাজপথে।
সূত্রের খবর, ওরলির ওমকার টাউনশিপ এলাকায় একটি নির্মাণাধীন অ্যাপার্টমেন্টে ৩৫ তলায় ৮০০০ স্কয়ার ফুটের ফ্ল্যাট বুক করেছেন ভারতের ক্রিকেট সুপরস্টার। সেখানেই গতকাল গিয়েছিলেন এই হার্টথ্রুব জুটি। আর তাদের পেছনে তো ক্যামেরা লেগেই থাকে। এসব কারণেই সবার ধারণা এবছরই হয়তো চার হাত এক হতে যাচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন