এবার পণ্য পৌঁছে দেবে রোবট!
দোকানে অর্ডার দিলে বাসায় এসে জিনিসপাতি পৌঁছে দেওয়া হয়, এমন অনেক সেবাই আজকাল চালু হয়েছে এবং হচ্ছে। কিন্তু কেমন লাগবে যদি দেখেন আপনার বাসায় একটি রোবট এসে সরবরাহ করছে আপনার অর্ডার দেওয়া পণ্য ? অদ্ভুত শোনালেও এই সামনের বছর থেকেই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অধিবাসীরা এমনটা দেখতে পাবেন। যুক্তরাজ্যভিত্তিক প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ওয়্যার্ড জানিয়েছে এই তথ্য।
স্টারশিপ নামের একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছে এই রোবট। সামাজিক যোগাযোগ অ্যাপস ‘স্কাইপে’-এর সহপ্রতিষ্ঠাতারাই এই প্রতিষ্ঠানটির হর্তাকর্তা। তাদের দাবি, ছয় চাকার এই রোবট অন্তত ৯ কেজি মালামাল বহন করতে পারবে। ছোটখাটো দূরত্বে মাত্র আধাঘণ্টার মধ্যেই পণ্য সামগ্রী পৌঁছে দেবে এই রোবট।
স্টারশিপের প্রধান নির্বাহী আহতি হেইনলার ভাষ্যমতে, ‘সামনের বছরে লন্ডনের গ্রিনউইচে পরীক্ষামূলকভাবে এই রোবট তাঁর কার্যক্রম শুরু করবে। এরপর তা যুক্তরাষ্ট্রেও পাঠানো হবে। তাঁর দাবি, রোবটটি ৯৯ শতাংশ স্বনিয়ন্ত্রিত।’
হেইনলা আরো বলেন, ‘অনেক ক্ষেত্রেই দেখা গেছে, পণ্য পৌঁছে দিতে যে খরচ হয়, তা পণ্যের মূল্যে বড় ধরনের ভূমিকা রাখে। তাই আমরা পণ্য সরবাহের খরচ কমিয়ে আনতে এই রোবট নির্মাণ করেছি।’
ওয়্যার্ডের প্রতিবেদন অনুযায়ী, কোনো পণ্যের অর্ডার দিলে স্বয়ংক্রিয় এই রোবট আগে থেকে ইন্সটল করা ম্যাপিং সিস্টেম, জিপিএস, ক্যামেরা, গাইরোস্কোপ প্রভৃতি ব্যবহার করে নিজেই ক্রেতার বাসায় পণ্যসমেত পৌঁছে যাবে। অবশ্য একজন মানুষ সর্বদাই পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণে রাখবে কেন্দ্র থেকে, যাতে রোবটটি কোনো ভুল করে বসলে তা সামাল দেওয়া যায়।
ক্রেতা তাঁর মোবাইলের একটি বিশেষ অ্যাপ দ্বারা পুরো সময় রোবটটির অবস্থান সম্পর্কে জানতে পারবেন। একবার পণ্য পৌঁছে গেলে শুধু ওই ক্রেতাই রোবটের কাছ থেকে পণ্যগুলো নিতে পারবেন। কাজেই চুরি হওয়ার কোনো ভয় নেই বললেই চলে।
এর আগে ড্রোনের সাহায্যে পণ্য পৌঁছে দেওয়ার ব্যাপারে বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে ড্রোন বিষয়ক আইনি জটিলতার মারপ্যাচে পড়ে এখন সে প্রক্রিয়া একরকম স্থগিত। কাজেই এই রোবটই হতে পারে পণ্য সরবরাহের বিকল্প উপায়।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন