এবার পরিচালক পেটালো প্রযোজক

ময়না পাখির সংসার সিনেমার শুটিং সেটে সম্প্রতি প্রযোজককে পেটান পরিচালক। এর রেশ কাটতে না কাটতেই এবার পরিচালককে পেটালেন প্রযোজক। গতকাল ১৬ জানুয়ারি পাংকু জামাই সিনেমার শুটিং সেটে সিনিয়রদের সামনে সিগারেট ধরানোর কারণে মারধরের শিকার হয়েছেন রাজনীতি সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস।
বিএফডিসির ৩ নং ফ্লোরে রাতে সিগারেট ধরিয়ে পাংকু জামাই সিনেমার সেটে যায় বুলবুল বিশ্বাস। এ সময় সেটে উপস্থিতি ছিলেন পরিচালক মান্নান সরকার, প্রযোজক ইকবাল, সিনিয়র ফাইট ডিরেক্টার চুন্নু, ডিওপি মজনু। বুলবুলের এমন ব্যবহারে ক্ষিপ্ত হয়ে মারধর করেন প্রযোজক ইকবাল।
তবে এ বিষয়ে বুলবুল বিশ্বাসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রযোজক ইকবাল ইচ্ছাকৃতভাবে আমাকে মারধর করেছেন। আগে থেকেই তিনি আমার প্রতি ক্ষিপ্ত ছিলেন। এ জন্যই তিনি ও বাইরের কয়েকজন ছেলেকে দিয়ে আমাকে মারধর করেছেন।’
তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় ভিন্ন ঘটনা। বুলবুল বিশ্বাস সিনিয়রদের সামনে সিগারেট খাচ্ছিলেন বলেই এমন ঘটনা ঘটেনি। সিগারেট খাওয়ার এ বিষয়টি বুলবুল এড়িয়ে গেলেও। সিগারেট খাওয়াকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘ওখানে যারা উপস্থিত ছিলেন আমি তাদের সবার সাথে সিগারেট খাই। শুটিং সেটে মান্নান ভাই আমার কলিক, চুন্নু ভাইসহ অন্যান্যদের সঙ্গে আমি সিগারেট খাই। এ ছাড়া মজনু ভাই আমি রাজনীতি সিনেমায় একসঙ্গে কাজ করছি।’
তিনি আরো বলেন, ‘এ বিষয়টির জন্য আমি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার জিডি নং ৮০৩। এবং মামলা করার জন্য উকিলের সঙ্গে কথা বলছি। খুব শিগগিরই মামলা করব।’
বুলবুল বিশ্বাসের নিমির্তব্য প্রথম সিনেমা রাজনীতি। তিনি এখনও পরিচালক সমিতির পুর্ণাঙ্গ সদস্য পদ পাননি। পরিচালক সমিতির সহযোগী সদস্য হিসেবে সিনেমা নির্মাণের অনুমতি পেয়েছেন।
এর আগে বুলবুল বিশ্বাসের অশোভন আচরণের কারনে রাজনীতি সিনেমার শুটিং সেট থেকে চলে যান ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের চলচ্চিত্র অভিনয়ের ক্যারিয়রে এটাই ছিল প্রথম কোন সেট থেকে বেড়িয়ে যাওয়া। এ ছাড়া বিএফডিসির সহকারি পরিচালক হিসেবে কর্মরত কয়েকজন পরিচালক বুলবুল বিশ্বাসের আচরণে ক্ষিপ্ত। এ দিকে চলচ্চিত্রাঙ্গনেও গুঞ্জন উঠেছে দেশ সেরা নায়ক শাকিব খানও নাকি তাকে রাজনীতির শুটিং সেটে চর মেরেছিলেন।
রাজনীতি সিনেমার শুটিং শুরুর আগেই সমালোচনার জন্ম দেন বুলবুল। সিনেমার শুরুতে পিয়া বিপাশাকে নিয়ে কাজ করার কথা থাকলেও পরে তাকে বাদ দেয়া হয়। এ বিষয়টির জন্য বেশ সমালোচিত হতে হয়েছে এ পরিচালককে।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন