এবার পাকিস্তানি সিনেমায় কারিনা
পাকিস্তানি নির্মাতা শোয়েব মনসুরের পরের সিনেমায় চুক্তিবদ্ধ হতে দুবাইয়ে যাচ্ছেন কারিনা কাপুর খান। শোয়েবের নির্দেশনায় অভিনয় করতে এরই মধ্যে রাজি হয়েছেন কারিনা। ছবিতে চুক্তিবদ্ধ হতে এবং সিনেমার স্ক্রিপ্ট দেখতে আগামী সপ্তাহে তিনি দুবাই যাবেন।
কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছেন, ‘কয়েক মাস আগে ইমেইলের মাধ্যমে মনসুর সিনেমাটির গল্প কারিনাকে পাঠান। এতে দেখা গেছে, কারিনার জন্য মনোনীত চরিত্রটি খুব শক্তিশালী। তিনি নিজেও এ আইডিয়াটি পছন্দ করেছেন। তবে সবকিছু ঠিকঠাক হওয়ার আগে পুরো স্ক্রিপ্টটি একবার পড়ে দেখতে চান এ অভিনেত্রী। আর তা নিশ্চিত হলে তিনিই প্রথম অভিনেত্রী হিসেবে পাকিস্তানি সিনেমায় কাজ করতে যাচ্ছেন।’
সূত্রটি আরো জানায়, পাকিস্তানি সিনেমাটিতে কাজ করার জন্য নীতিগতভাবে রাজি হয়েছেন কারিনা। এটি ঘোষণা দেওয়ার আগে তিনি পুরো স্ক্রিপ্টটি একবার দেখতে চান। এর পর ছবিটির জন্য চুক্তি করবেন। এ ছাড়া এ প্রজেক্টটিতে তার সঙ্গে চুক্তি এবং তার সুযোগসুবিধা সম্পর্কেও জানতে চান নির্মাতার কাছ থেকে। কারিনা কাপুর নিজেও এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন