এবার পাকিস্তান সম্পর্কে যা বললেন শোয়েব আখতার
প্রায় আট বছর ধরে ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছে না পাকিস্তান। ক্রিকেট পাগল একটি দেশের মানুষের জন্য এটা বড় হতাশারই। ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে কত কিছুই না করছে তারা। দেশটির জনপ্রিয় ঘরোয়া আসর পিএসএলের দ্বিতীয় আসরের ফাইনাল ম্যাচটি পাকিস্তানেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।
তাহলে বিদেশি খেলোয়াড়দের জন্য পাকিস্তান কি এখন নিরাপদ? পাকিস্তান অবশ্য মানে, তাদের দেশ নিরাপদ। কিন্তু মানেন না দেশটির সাবেক স্পিডস্টার শোয়েব আখতার। নিজের দেশের টেলিভিশন চ্যানেলেই তিনি জানালেন, বিদেশী ক্রিকেট দলের জন্য পাকিস্তান এখনো নিরাপদ না।
সম্প্রতি পাকিস্তানের কুয়েটার পুলিশ ট্রেনিং সেন্টারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। তাতে ৬২ জন পুলিশ ক্যাডেট ও দুজন সেনা সদস্য মারা গেছেন। ১৭০ জন হয়েছেন আহত। আর এমন ঘটনার পরই শোয়েব আখতারের এই মন্তব্য এলো।
শোয়েব বলেন, বলতে বাধ্য হলেন, `নিরাপত্তা ব্যবস্থার যা অবস্থা তাতে আমাদের ধৈর্য্য ধরতে হবে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাকিস্তানে বিদেশি দলকে আমন্ত্রণ জানানোর ঝুঁকি আমাদের নেওয়া উচিৎ না। আমি নিশ্চিত, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। কিন্তু তাতে সময় লাগবে।`
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন