এবার পুরস্কার পেলেন মাশরাফি

বোলার মাশরাফিকে সবাই চেনে, ২০০১ সাল থেকেই আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে অভিষেকের পর থেকেই একের পর এক চমক দেখিয়ে এসেছেন তিনি। অধিনায়ক হিসেবেও তিনি সফল একজন দলনায়ক। কিন্তু ব্যাটসম্যান মাশরাফিকে বুঝি অনেকেই চিনত না। তবে যাদের চেনা বাকি ছিল এবারের ডিপিএলে তারাও জেনে গেছে ব্যাটসম্যান মাশরাফিকে।
ফতুল্লায় সেদিন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাট হাতে যেন ঝড় উঠিয়েছিলেন কলাবাগানের অধিয়ায়ক মাশরাফি। সেদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে বেশ কয়েকটি রেকর্ড করে ফেলেছেন বাংলাদেশের অধিনায়ক। সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৫০ বলেই। ২টি চার এবং ১১টি ছয়ে ৫১ বলে ১০৪ রান করে থামে মাশরাফি। তার এই রানের সুবাদে বড় সংগ্রহ পায় কলাবাগান আর সেই সাথে ম্যাচটিও নিজেদের করে নেয় তারা।
তবে দেরিতে হলেও তার এই টর্নেডো ইনিংসের জন্য কলাবাগান ক্রীড়া চক্র ক্লাব থেকে পুরস্কার পেয়েছেন তিনি। তার এই ইনিংসের জন্য তাকে ২৫ হাজার টাকা বোনাস দিয়েছে ক্লাব কর্তাব্যক্তিরা। মঙ্গলবার অনুশীলনের পরই ক্লাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মাশরাফিকে এই পুরষ্কার প্রদান করেন।
এই সেঞ্চুরি দিয়েই তিনি বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে দ্রুততম শতকের মালিক হয়েছেন; সেই সাথে তার এই ইনিংসে ছিল ১১ টি ছক্কার মার যাও কিনা লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি রেকর্ড। তার এই ইনিংসই প্রমান করে এখনও ফুরিয়ে যাননি তিনি, দেশ এবং দলকে এখনও কিছু দেওয়া বাকি রয়েছে তার।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন