এবার ফেসবুকে পরী মনির বিয়ের কাবিননামা এবং ঘনিষ্ঠ দৃশ্যের ছবি
এবার ফেসবুকে পাওয়া গেলো পরীমনির কথিত বিয়ের কাবিননামা এবং নতুন কথিত বরের সঙ্গে কিছু ঘনিষ্ঠ ছবি। রোবার সকালে ইসমাইল নামে পরীর একজন কথিত স্বামীর সন্ধ্যান পাওয়া গিয়েছিলো কিন্তু সন্ধ্যা হতে না হতেই ফেসবুকে পাওয়া যায় পরীর নতুন স্বামীর সন্ধ্যান।
শাকিল রিয়াজ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রকাশ করা হয় পরীর নতুন বরের ছবি ও কাবিননামা। এবার শোনা গেল তার স্বামীর নাম নাকি সৌরভ কবীর। ফেসবুকে যিনি লিখেছেন তিনি পরীমনিকে ‘ভাবী’ বলেই সম্বোধন করেছেন এবং কয়েকটি ছবি পোস্ট করে তিনি জানালেন তার ভাই-ভাবীর বিয়ের দিন-তারিখও।
এ বিষয়ে পরীমনির সঙ্গে কথা হলে তিনি প্রিয়.কমকে জানান, ‘আপনার পিক মানে? কি করে বুঝলেন এটা আমি ছিলাম। ছবি তোলার সময় আপনি ছিলেন না নিশ্চয়ই। অসম্ভব এটা আমি হতে পারি না। আমার সঙ্গে গেইম করা হচ্ছে। আমি সব বুঝে গেছি।’
আর কাবিননামা প্রসঙ্গে তিনি বলেন, ‘ঐটা কি আল্লাহ প্রদত্ত কুরআনের পৃষ্ঠা নাকি? এসব ১০০ টাকায় ১৯৯ টা পাওয়া যায়। অপেক্ষা করেন। দেখেন না কি হয়।’
অভিনেত্রী পরীমনি কি সত্যিই বিয়ে করেছেন? তাহলে তার স্বামী কয়টা? ফেসবুকে যারা পরীমনিকে তাদের বন্ধুর বউ, কারো ভাবি দাবি করছে তাহলে তারাই বা কারা? গতকাল থেকে মিডিয়া পাড়ায় এই প্রশ্নগুলোই করেছেন একে অপরকে। প্রিয়.কমেও অনেক পাঠক ফোন করে জানতে চেয়েছেন ঘটনার সত্যতা। কিন্তু পরীর একই কথা ‘সব মিথ্যা’।

এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













