এবার ফেসবুকে যৌনদাসী বিক্রি আইসিসের
আধুনিক যুগে বর্বরতার আর এক নাম আইসিস। মধ্য প্রাচ্যে হত্যালীলা চালানোর পাশাপাশি বিপুল সংখ্যক মহিলাদের যৌনদাসী হিসেবে আটক করে রেখেছে তারা। তুমুল নির্যাতনের পর এবার যৌনদাসীদের বিক্রি করতে উদ্যত আইসিস সদস্যরা।
ইসলামিক স্টেট বা আইসিস বহুদিন ধরেই আটক মহিলাদের উপর শারীরিক নির্যাতন করছে বলে অভিযোগ। আইসিসের হাত থেকে পালিয়ে আসা বহু মহিলাই সেই মর্মান্তিক নিপীড়নের স্মৃতিচারণা করেছেন। এছাড়া সংবাদমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে আইসিসের কিছু ইশতেহার বা নির্দেশনামা, যেখানে স্পষ্ট ভাষায় মহিলাদের যৌনদাসীতে পরিণত করার বিধান দেওয়া হয়েছে।
বর্বরতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এই ইসলামিক মৌলবাদী গোষ্ঠী। এবার তারা ফেসবুকের মাধ্যমে যৌনদাসী বিক্রির উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ফেসবুকে একটি মেয়ের ছবি পোস্ট করে আবু আসাদ আলমানি নামের এক আইসিস সদস্য। ছবির সঙ্গে লেখা ছিল, ‘যে সব ভায়েরা দাসী কেনার কথা ভাবছ তাদের জন্য। এর দাম ৮০০০ ডলার।’
কয়েক ঘণ্টা পরে আরও একটি ছবি পোস্ট করে ওই একই লোক। সেখানেও ৮০০০ ডলার মূল্যে দাসী কেনার জন্য ক্রেতাদের আহ্বান করা হয়। তবে ওই দু’টি পোস্টই পরে মুছে দেওয়া হয়। এখনও পর্যন্ত কয়েকশো মহিলাকে যৌনদাসী হিসেবে আটক করে রেখেছে আইসিস। মার্কিন সংবাদপত্রের খবর অনুযায়ী নির্বিচারে, কোনও রকম সঠিক চিকিৎসাবিধি না মেনেই ওরাল এবং ইনজেক্টেবল গর্ভনিরোধক ব্যবহার করা হচ্ছে ওই মহিলাদের উপর।
এবার এই যৌনদাসীদের বিক্রি করে সংগঠনের জন্য প্রয়োজনীয় অর্থ একত্র করাই এই নৃশংস বাহিনীর উদ্দেশ্য।
এই সংক্রান্ত আরো সংবাদ
ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
আর্থিক দ্বন্দ্বের মধ্যে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর একেরবিস্তারিত পড়ুন
মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভারি বৃষ্টিপাতের কারণেবিস্তারিত পড়ুন
ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর তান্ডবে প্রাণ গেছে আরও ৩৮বিস্তারিত পড়ুন