এবার ফেসবুক মেসেঞ্জারেও সম্পূর্ণ নিরাপদে থাকবে মেসেজ
হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুকেও আসছে ইটুই এনক্রিপশন৷ এবার আপনার এবং আপনার বিশেষ বন্ধুর কিংবা জরুরি কোনও ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা থাকতে পারে একদম ব্যক্তিগত৷ আর এই কথোপকথনকে নিরাপদ রাখার দায়িত্ব নিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক৷
চলতি বছরের গোড়ার দিকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রক্রিয়া চালু করেছে মাদার সংস্থা ফেসবুক৷ আর এবার নিজস্ব মেসেঞ্জার অ্যাপের জন্যও একই ব্যবস্থা আনতে চলেছে সংস্থা৷ জানা গিয়েছে, এই মেসেঞ্জারে ‘সিক্রেট কনভারসেশন’ নামক একটি অপশন চালু করা হয়েছে৷ এই অপশন ব্যবহার করেই ফেসবুক ইউজাররা বিশেষ বার্তাকে নিরাপদ রাখতে সক্ষম হবেন৷ এই ‘সিক্রেট কনভারসেশন’-এ ‘মি’ অপশনে ক্লিক করলেই নিরাপদ হয়ে যাবে গ্রাহকের পাঠানো বার্তা বলে খবর৷ এই পদ্ধতিতে শুধুমাত্র যে ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন তাঁর কাছেই পৌঁছবে বার্তা৷
যদিও এই এনক্রিপশন কেবল একজন ব্যক্তির তরফ থেকে অন্য কোনও ব্যক্তিকে পাঠানো বার্তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷ গ্রুপ মেসেজের ক্ষেত্রে এই এনক্রিপশন চালু করা হবে না বলে জানানো হয়েছে সংস্থার তরফে৷ অ্যান্ড্রয়েড এবং আইফোনে এই পরিষেবা উপভোগ করা যাবে৷
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন