এবার বরিশালে মন্দিরে হামলা
বরিশালের বানারীপাড়া পৌর শহরের শ্রী শ্রী হরি সভা মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় পাঁচটি প্রতিমা ভাঙচুর করা হয়।
বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মন্দিরের সভাপতি বিবেকানন্দ কুণ্ডু জানান, ভোরে একজন মুখ বেঁধে মন্দিরে প্রবেশ করে। এ সময় ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে পাঁচটি প্রতিমা কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে তারা। মানুষের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর প্রস্তুতি নিলে প্রত্যক্ষদর্শী কিছু লোকজন ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করলে অস্ত্রের মুখে তাকে ধরতে পারেননি।
এ ব্যাপারে ওই মন্দির কমিটির পরিচালনা পর্ষদের সদস্য বাবুল দাস জানান, এ ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দাখিল করা হয়েছে। পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল আহসান জানান, তিনিসহ একাধিক এসআই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, পুজোর পরও প্রতিমাগুলো বির্সজন না দিয়ে মন্দিরে রাখা হয়। এছাড়া মন্দিরের দরজা ছিল খোলা। তাই দুর্বৃত্তের এই ন্যাক্কারজনক কাজ করতে সুবিধা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে। এছাড়া সিসি টিভি ক্যামেরারও ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন