এবার বাংলাদেশের সঙ্গে ছবি প্রযোজনায় দেব

কলকাতার সুপারস্টার দেব বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। খবরটি নিশ্চিত করেছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার দেব এন্টারটেইনমেন্ট। ছবিতে দেব সহপ্রযোজক হিসেবেও থাকবেন। নাম ঠিক না হওয়া ছবিটি পরিচালনা করবেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
ছবিটি প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘আগামী বড়দিন উপলক্ষে ছবিটি আমরা নির্মাণ করব। কিছুদিন আগে দেব ঢাকায় এসেছিলেন, তখন আমরা ছবিটি নিয়ে মিটিং করেছি। এখনো দেবের সঙ্গে ছবি নিয়ে কথাবার্তা চলছে। দেব এখন সিঙ্গাপুরে আছেন।’
ছবিতে দেবের বিপরীতে কোন নায়িকা অভিনয় করবেন—জানতে চাইলে আবদুল আজিজ আরো বলেন, ‘ছবি হবে, এটা চূড়ান্ত। তবে নায়িকা এখনো ঠিক হয়নি। ঠিক হলেই সবাইকে জানাব। ’
এর আগে কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত দেব ‘চাঁদের পাহাড়’ ও ‘চাঁদের পাহাড়-২’ ছবিতে অভিনয় করেছেন।
এদিকে, আসছে ঈদে দেব অভিনীত কলকাতার ‘চ্যাম্প’ ছবিটি বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানান আবদুল আজিজ। বাংলাদেশে ছবিটির পরিবেশক হিসেবে থাকবে জাজ মাল্টমিডিয়া।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতার ঘাটাল থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচন করে সাংসদ হন দেব। কিছুদিন আগে ঢাকায় ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ এপ্রিল শুরু হওয়া সমাবেশটি চলে ৫ এপ্রিল পর্যন্ত। এতে বিভিন্ন দেশের সাংসদদের সঙ্গে যোগ দিয়েছিলেন পশ্চিমবঙ্গের সাংসদ ও কলকাতার জনপ্রিয় নায়ক দেব।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন