এবার বাঙলিদের নতুন চমক দিলেন সানি লিওন, যা কেউ কখনো ভাবেনি

আইটেম গানে অপ্রতিরোধ্য যেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী সানি লিওনি। মাত্র দিয়েছেন বক্সঅফিস মাত করা ছবি ‘রইস’-এর ‘লায়লা’ গান।
হিন্দিতেই এখন তার বিস্তর বিচারণ। তবে এ অভিনেত্রী এবার চুক্তিবদ্ধ হয়েছেন বাংলা ছবিতে। কলকাতার একটি ছবিতে তাকে দেখা যাবে। তিনি এবারও নিয়ে আসছেন আইটেম নম্বর! ভারতীয় পত্রিকাগুলো এমনটাই জানাচ্ছে।
পশ্চিমবঙ্গের একটি পত্রিকা জানায়, সানি কাজ করতে যাচ্ছেন কলকাতার পরিচালক ও প্রযোজক স্বপন সাহার ছবিতে।
তাদের ভাষ্য, ‘নিভৃতে থেকেই স্বপন সাহা অসংখ্য টেলিফোন করেছেন সানি লিওনের সেক্রেটারিকে। কিন্তু ও প্রান্ত ছিল নিশ্চুপ। কখনও বা দায়সারা উত্তর। তবু হাল ছাড়েননি এই প্রযোজক-পরিচালক। মনে মনে বিশ্বাস করতেন, একদিন সাড়া দেবেনই সুন্দরী। তপস্যার মতোই গভীর ছিল তার এই প্রচেষ্টা। রাজি হয়েছেন সানি।’
তবে ছবির নাম ও শিল্পীদের নাম এখন সামনে আনেননি স্বপন সাহা।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন