এবার বাজারে আসছে স্মার্টফোনের রাজা
এখন যে স্মার্টফোনগুলো তার সবচেয়ে বড় সমস্যা হলো ব্যাটারি। ইদানীং সময়ে স্মার্টফোনের কাজ এতই বেশি যে, ফোন ব্যবহারের জন্যে ব্যাটারি পাওয়ার অনেক বেশী দরকার। তাই ব্যাটারি যতটা পাওয়ারফুল, তত বেশি ও সময়দ ধরে কাজ করা যাবে ফোনে। তাই বড় বড় ব্র্যান্ডের স্মার্টফোন ৩০০০-৪০০০এমএএইচ শক্তির ব্যাটারি দিয়ে ফোনগুলো বাজারে আনছে তবুও যেন আফসোস থেকেই যাচ্ছে।
সব থেকে লেটেস্ট ৫০০০এমএএইচ পাওয়ারের ব্যাটারির ফোনও বাজারে এসেছে। কিন্তু ব্যাটারি লাইফকে আরও পাওয়ারফুল করে সবাই চমকে দিয়ে চিনের একটি স্মার্টফোন সংস্থা অকিটেল বাজারে নিয়ে আসচে K10000 মডেলের ফোন। একে নিয়ে আলোচনার বিষয় একটিই, এর ব্যাটারি ১০০০০এমএএইচ এর!
আগামী জুনেই K10000 এর প্রো মডেলটি বাজারে আসবে। এই স্মার্টফোনটি হাতে থাকা মানে রীতিমতো একটি পাওয়ারফুল পাওয়ার ব্যাংক নিয়ে ঘোরা। কিন্তু এই বিশাল পাওয়ারের ব্যাটারি চার্জ করতেও তো অনেক সময় লাগার কথা। সে সমস্যা মাথায় রেখেই এবার 12V/2A ফ্ল্যাশ চার্জার দেবে অকিটেল। এর মাধ্যমে ব্যাটারি চার্জ হতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা।
বাকি স্পেসিফিকেশনও দারুণ। ৫.৫ ইঞ্চি স্ক্রিন রয়েছে কর্নিং গরিলা গ্লাসের সিকিউরিটি। মিডিয়াটেক এমটি6750T অক্টা-কোর এসওসি প্রসেসর নতুন মডেলকে আরো শক্তিশালী করবে। র্যাম থাকছে ৩ জিবি। ইন্টারনাল মিলবে ৩২ জিবি স্টোরেজ। যেহেতু ব্যাটারি বেশ শক্তিশালী, তাই এর ওজন ২৯২.৫ গ্রাম। জুনেই বাজারে ছাড়া হবে এটাকে। এখনও পর্যন্ত এই পাওয়ারফুল ফোনের দাম সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। ট্যাগলাইনে বলা হচ্ছে ‘টু বি দ্য কিং’। রাজা হতেই আসছে ফোনটি, ব্যাটারির রাজা।
এই সংক্রান্ত আরো সংবাদ
আজকের যত আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ডে
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে আজ থেকে শুরু হতে যাচ্ছেবিস্তারিত পড়ুন
মোবাইল নম্বর ঠিক রেখেই অপারেটর পরিবর্তন করা যাবে: প্রক্রিয়া শুরু
মোবাইল ফোনের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন (মোবাইল নম্বর পোর্টেবিলিটি-এমএনপি)বিস্তারিত পড়ুন
স্মার্টফোন কিনে লাখপতি হলেন পারভেজ
নির্দিষ্ট মডেলের ওয়ালটন স্মার্টফোন কিনে পণ্য নিবন্ধন করলেই মিলছে সর্বোচ্চবিস্তারিত পড়ুন