এবার বিমানযাত্রীর স্যান্ডেলে পাওয়া গেলো যে জিনিষ ,শুনলে চমকে উঠবেন

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌনে ৩ কেজি ওজনের ২৪টি সোনার বার সহ সারোয়ার কামাল নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ) কর্তৃপক্ষ। তার বাড়ি কক্সবাজারে।
ডিসিএইচের সহকারী কমিশনার আহসানুল কবির জানান, গতকাল সকালে ওমানের মাসকাট থেকে রিজেন্ট এয়ার লাইনসের একটি ফ্লাইট (আরএক্স-০৭২৪) চট্টগ্রাম হয়ে ঢাকা পৌঁছায়।
এ সময় সন্দেহ হওয়ায় সারোয়ারকে তল্লাশি করা হয়। পরে স্যান্ডেলের ভিতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২.৭৮ কেজি ওজনের ২৪টি সোনার বার পাওয়া যায়। যার বাজারমূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।
তিনি আরও জানান, কিছু ফ্লাইট বিদেশ থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। আসার পথে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কিছু ডমেস্টিক প্যাসেঞ্জার উঠিয়ে নিয়ে আসে।
ফলে ফ্লাইট ছাড়ার পর ইন্টারন্যাশনাল এবং ডমেস্টিক প্যাসেঞ্জার মিলেমিশে একাকার হয়ে যায়। লোকাল যাত্রীদের খুব একটা চেকিং করা হয় না।
এ সুযোগটিই নিচ্ছে চোরাকারবারিরা। বিদেশ থেকে আসা চোরাচালান পণ্যটি হাতবদল হয়ে অভ্যন্তরীণ রুটের যাত্রীর কাছে চলে যায়। ঢাকায় পৌঁছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের যাত্রী পৃথক গেট দিয়ে বের হন।
যে কারণে অনেক সময় আন্তর্জাতিক রুটের যাত্রীকে তল্লাশি করে কিছু পাওয়া যায় না। ধারণা করা হচ্ছে, সারোয়ার চালানটি পাচারে কেরিয়ার হিসেবে কাজ করছিলেন।
inShare
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করারবিস্তারিত পড়ুন