এবার ব্যাটিংয়ে নজর মিরাজের

বোলিংয়ে তাঁর অসাধারণ সাফল্য, সে হিসেবে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ তরুণ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দুই টেস্টের গত তিনটি ইনিংসে মাত্র এক রান করে নিয়েছেন তিনি। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে এবার ব্যাট হাতে সাফল্য পেতে আশাবাদী এই তরুণ ক্রিকেটার।
বোলিং-নৈপুণ্যের পাশাপাশি ব্যাট হাতেও যে মিরাজ ভালো কিছু করার ক্ষমতা রাখেন, সেটা তিনি প্রমাণ করেছেন গত যুব বিশ্বকাপে। অলরাউন্ডিং নৈপুণ্য দিয়ে সেই আসরের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি। ব্যাট হাতে ছয় ম্যাচে ২৪২ রান করেছেন, যাতে চারটি অর্ধশতকও রয়েছে। আর বল হাতে ১২ উইকেট পান এই তরুণ অলরাউন্ডার।
এবার আন্তর্জাতিক ক্রিকেটেও ব্যাট হাতে সাফল্য পেতে চান মিরাজ। এ সম্পর্কে তিনি বলেন, ‘গত তিনটি ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে আমি মাত্র এক রান করে আউট হয়েছি। ঢাকায় দ্বিতীয় ইনিংসে এবার আমার চেষ্টা থাকবে ভালো কিছু করা। সে জন্য নিজেকে প্রস্তুত করে নিচ্ছি আমি।’
অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ভালো ব্যাট করা খুব একটা সহজ নয় বলেও মনে করেন এই তরুণ অলরাউন্ডার। তিনি বলেন, ‘অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য অনেক বেশি। এখানে অনেক অভিজ্ঞ এবং অনেক ম্যাচিউরড বোলার থাকেন, যাদের বিপক্ষে ভালো ব্যাট করা খুব একটা সহজ নয়। তাই হয়তো গত তিনটি ইনিংসে আমি ভালো কিছু করতে পারিনি ব্যাট হাতে।’
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন