এবার মামলার প্রস্তুতি পরীমণির

হালের অন্যতম আলোচিত অভিনেত্রী পরীমণি। এই মাঘেও উত্তাপ ছড়াচ্ছেন তিনি। প্রায়ই তাকে ঘিরে উচ্চারিত হয় আলোচনা ও সমালোচনা। সম্প্রতি আরও একটি বিতর্কে জড়ান এই অভিনেত্রী। বিতর্ককে ছাপিয়ে এবার নিচ্ছেন মামলার প্রস্তুতি
কেমন আছেন?
হুম… ভালো আছি।
গত ৩ দিন যে ঝড় গেল এরপরও ভালো আছেন?
হি…হি…হি…। আসলে মিডিয়ায় কাজ করতে গেলে এরকম ঝড়ঝাপটা পোহাতে হয়। তাই বলে থেমে থাকা যায় না। যারা আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়িয়েছে তাদের কাঠগড়ায় দাঁড় করাব। নিচ্ছি মামলার প্রস্তুতি। এ ধরনের সমালোচনায় আমি কি ভেঙে পড়েছি? নাকি আত্মহত্যার চেষ্টা করেছি। কিছুই তো করিনি, ভালোই আছি।
কেউ কেউ আপনাকে এখন সমালোচনার রানী বলছেন। কেন?
ওই যে বললাম ক্যারিয়ার। কেউ কেউ ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে ওঠেপড়ে লেগেছে। আরেকটি কথা না বললেই নয়। সমালোচনার দুটি দিক রয়েছে—পজেটিভ ও নেগেটিভ। আমার ক্ষেত্রে এটি আশীর্বাদ হয়ে উঠছে।
একটু পরিষ্কার করে বলবেন কি?
চলতি সপ্তাহে ‘পুড়ে যায় মন’ ছবিটি মুক্তি পেয়েছে। এরই মাঝে বেশ কয়েকবার বিয়ের পিঁড়িতে বসিয়ে দেওয়া হলো আমাকে। এ ‘বসিয়ে দেওয়া’ আমার ছবিটিকে দাঁড় করিয়ে দিয়েছে।
তাহলে কি নিজেই স্ক্যান্ডাল ছড়ালেন?
আপনারা পারেনও ভাই… এটা কি ধরনের কথা বললেন। কেউ কি ক্যারিয়ারের স্বার্থে এ ধরনের কাজ করতে পারে? আমারওতো পরিবার রয়েছে। রয়েছে বন্ধুবান্ধব। এ ছাড়া ক্যারিয়ারের জন্য অনেক জলাঞ্জলি দিয়েছি। এখন আর থেমে থাকব না। জলাঞ্জলি মানে ত্যাগ স্বীকার। ঠিকমতো সময় দিতে পারি না আত্মীয়স্বজনকে। যোগ দিতে পারি না অনেক পারিবারিক অনুষ্ঠানে।
নতুন বছরের প্রত্যাশা কী?
ক্যারিয়ারের ব্রেক-ইভেন্ট পয়েন্টে দাঁড়িয়ে আছি। সম্প্রতি মুক্তি পেল ‘পুড়ে যায় মন’। বড় পর্দায় ওঠার জন্য দর্জায় কড়া নাড়ছে ‘মন জানে না মনের ঠিকানা’ ও ‘ধূমকেতু’। এছাড়া ওয়াকিল আহমেদ, মালেক আফসারী এবং গিয়াস উদ্দিন সেলিম ভাইয়ের মতো গুণী পরিচালকদের সঙ্গে কাজ শুরু করেছি। পরিশেষে বলতে চাই, যে বা যারা ষড়যন্ত্র করছেন তারা কখনই সফল হতে পারবে না।
এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন