জয়কে হত্যাচেষ্টা মামলা
এবার মাহমুদুরকে রিমান্ডের আবেদন, শুনানি ২৫ এপ্রিল
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা পরিকল্পনা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার দেখানো এবং ১০ দিনের রিমান্ড আবেদনের ওপর শুনানির দিন ২৫ এপ্রিল ধার্য করেছে আদালত।
আজ সোমবার ঢাকা সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এএসপি হাসান আরাফাত এ আবেদন করেন।
ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট গোলাম নবী ২৫ এপ্রিল শুনানির দিন ঠিক করেন।
একই মামলায় গত ১৬ এপ্রিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়। পরে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে তিনি রিমান্ডে আছেন।
মাহমুদুর রহমানের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জানান, ২০১৩ সালের ১১ এপ্রিল মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
কারাগারে থাকাকালীন ২০১৫ সালের ১৩ আগস্ট বিশেষ জজ আদালত সম্পদের হিসাব দাখিল না করার মামলায় এ আসামির তিন বছর কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে বর্তমানে ৭৩টি মামলা রয়েছে। যার মধ্যে ৭১টি মামলায় তিনি জামিন পেয়েছেন।
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালের ৩ আগস্ট পল্টন থানায় এই মামলা হয়।
মামলার অভিযোগে বলা হয়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের পূর্বে যেকোনো সময় জাসাস সহ-সভাপতি মোহাম্মাদ উল্লাহ মামুন ও তার ছেলে রিজভী আহমেদ সিজারসহ আসামিরা পল্টনস্থ জাসাস কার্যালয়ে, নিউইয়র্ক শহরে, যুক্তরাজ্যে ও বাংলাদেশের বিভিন্ন স্থানে একত্রিত হয়ে পরস্পর যোগসাজসে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পুত্র ও তার বর্তমান তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণপূর্বক হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য আসামি মোহাম্মাদ উল্লাহ মামুন এবং বিএনপি জোটভুক্ত নেতা আসামি সিজারকে দায়িত্ব দেয়। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রে সিজারের ৪২ মাসের কারাদণ্ড হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ
ড. ইউনূসের মন্তব্য দেশের মানুষের জন্য অপমানজনক : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কর ফাঁকি দেওয়ার মামলাকে পৃথিবীর বিভিন্নবিস্তারিত পড়ুন
ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন
ন্যায় বিচার প্রতিষ্ঠায় জনগণের সাথে রায়েছে বিচার বিভাগ
দেশের মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে বিচার বিভাগ জনগণের সঙ্গে আছেবিস্তারিত পড়ুন