এবার মিয়ানমার সেনাবাহিনীর আগুনে পুড়লো ২০০ বছরের প্রাচীন মসজিদ!

মিয়ানমারের উত্তরাঞ্চলের মংডুতে একটি প্রাচীন মসজিদ পুড়িয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া মংডুর দর জি জার গ্রামের রোহিঙ্গাদের অন্তত ১৫টি বাড়িও পুড়িয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে বলে রোহিঙ্গা ভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সেনাবাহিনীর আগুনে ক্ষতিগ্রস্ত ওই মসজিদটি ২০০ বছরের প্রাচীন। দর জি জার ও থারা ওক গ্রামের মাঝে এই মসজিদের অবস্থান।
এর আগে, গত ১৩ ও ১৪ নভেম্বর একই গ্রামে মিয়ানমার সেনাবাহিনী আগুন দিয়েছিল। সে সময় সেনাবাহিনীর আগুনে গ্রামের অধিকাংশ বাড়ি-ঘর পুড়ে গেলেও কিছু অবশিষ্ট ছিল। এই অবশিষ্ট বাড়িতে মঙ্গলবার আবারো আগুন দিয়েছে মিয়ানমার সেনাবাহিনী।
৯ অক্টোবর সশস্ত্র একদল দুর্বৃত্ত সীমান্ত এলাকার একাধিক পুলিশ চেক পোস্টে হামলা চালিয়ে ৯ জনকে হত্যার পর অস্ত্র নিয়ে পালিয়ে যায়। মিয়ানমারের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল নিউ লাইট বলছে, মুসে ও কুটকাই শহরের সেনা চৌকি, পুলিশ স্টেশন ও একটি ব্যবসা কেন্দ্রে ওই হামলায় ৮ জন নিহত হয়। নিহতদের মধ্যে এক সেনা, তিন পুলিশ, স্থানীয় এক নিরাপত্তা কর্মী ও তিন বেসামরিক নাগরিক ছিল।
রোহিঙ্গা ভিশন বলছে, মিয়ানমার সেনাবাহিনী এখন পর্যন্ত শতাধিক রোহিঙ্গাকে হত্যা করেছে। এ ছাড়া কমপক্ষে ৮০ নারীকে ধর্ষণ ও এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে আটক করেছে; গৃহহীন হয় পড়েছে আরো ৩ হাজার।
এই সংক্রান্ত আরো সংবাদ

তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত ক্রমেই উদ্বেগজনক রূপ নিচ্ছে। এমন পরিস্থিতিতেবিস্তারিত পড়ুন

সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
সোমবার রাত থেকেই দফায় দফায় কয়েক পশলা বৃষ্টি হয়েছে ঢাকায়।বিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন