এবার মুম্বাইয়ের সাথে কি করবেন মুস্তাফিজ?

মুস্তাফিজের কাটারে বিশ্বসেরা ব্যাটসম্যানরা কেটে যাচ্ছেন। আইপিএল-এ তার শিকারে পরিণত হয়েছেন ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো ব্যাটসম্যানরা। উড়ে গেল হার্ডহিটার আন্দ্রে রাসেলের পিছনের স্টাম্প। এবার কাটার মাস্টারের সামনে মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশ সময় সোমবার রাত সাড়ে ৮টায় মাঠে নামবে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ।
আন্তর্জাতিক ক্রিকেটে মুস্তাফিজের যাত্রাটা হয়েছে দাপটের সঙ্গে। প্রথমবার বিদেশী লিগে খেলতে গিয়ে সেই দাপট বজায় রেখেছেন। আইপিএল-এ বল হাতে জাদু দেখাচ্ছেন তিনি। বাংলাদেশের এই পেসার নিজের কাজটি ঠিকভাবে করে যাচ্ছেন। কিন্তু তার দল হারেরি গণ্ডি থেকেই বের হতে পারছে না। প্রথম দুই ম্যাচেই হেরেছে। এবার প্রথম জয়ের খোঁজে রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বাইকে স্বাগত জানাবে সানরাইজার্স।
হায়দরাবাদের দলটি মাঠের লড়াইয়ের বাইরে ইনজুরির সঙ্গেও লড়ছে। চোটের কারণে যুবরাজ সিং, কেন উইলিয়ামসন ও আশিষ নেহরার মতো ক্রিকেটাররা সাইডলাইনে বসে আছেন। শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নাররাও কিছু করতে পারছেন না।
বোলারদের অবস্থা আরো করুণ। বাংলাদেশী পেসার মুস্তাফিজ ছাড়া কেউই ব্যাটসম্যানদেরকে চাপে ফেলতে পারছেন না। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ২২৭ রান সংগ্রহ করেছিল। ম্যাচটিতে মুস্তাফিজ বাদে সব বোলারদের ইকোনমি ৯ এর বেশি ছিল। মুস্তাফিজ মুস্তাফিজের ইকোনমি ছিল ৬.৫। চার ওভারে ২৬ রানে তুলে নিয়েছিলেন ২ উইকেট।
দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ প্রথম ওভারে দেন ৩ রান। দ্বিতীয় ওভারে নেয় ৫ রান। তৃতীয় ওভারে ৭ রান দিলেও তুলে নেন আন্দ্রে রাসেলের উইকেট। প্রথম তিন ওভারে তার বলে কোনো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হয়নি। ফিল্ডারদের ভুলে তৃতীয় ওভারের শেষ বলে তিন রান নেয় ব্যাটসম্যানরা। কিন্তু মুস্তাফিজের শেষ ওভারে একটি ছক্কা ও একটি চার সহ মোট ১৪ রান নেয় কলকাতা। সব মিলিয়ে ২৯ রান দেন তিনি। ভুবনেশ্বরও ২৯ রান দেন; তবে উইকেট পাননি। বাকিরা মুস্তাফিজের চেয়ে বেশি রান দেন।
সানরাইজার্সের তৃতীয় ম্যাচেও বোলিংয়ে বড় ভরসা থাকবে মুস্তাফিজের উপর। মুস্তাফিজ হাসলে হেসে যায় সানরাইজার্স। এবারও হাসি ফুটাতে মুম্বাইর বিপক্ষে মাঠে নামবেন সাতক্ষীরা সায়ানাইড।
মুম্বাই জয়ের ব্যাপারে কিছুটা আশাবাদী হতে পারে। যদিও প্রথম তিন ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে তারা। পুনের বিপক্ষে হারের পর কলকাতার বিপক্ষে জিতলেও গুজরাটের বিপক্ষে ফের হার। পুনরায় জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়ে খেলবেন রোহিত শর্মারা।
সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, ডেভিড ওয়ার্নার, হেনরিকস, দীপক হুদা, ইয়ন মরগান, নামান ওঝা, আশিষ রেড্ডি, করণ শর্মা, ভুবনেশ্বর কুমার, মুস্তাফিজুর রহমান ও বারিন্দার স্রান।
মুম্বাই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা, পার্থিব পাটেল, হার্ডিক পান্ডে, জস বাটলার, আমবাতি রাইদু, কিরন পোলার্ড, হরভজন সিং, ক্রুনাল পান্ডে, টিম সাউদি, ম্যাকক্লেনাঘান ও জসপ্রিত বুমরাহ।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন