এবার ম্যাজিস্ট্রেটের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
বরিশালের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বাসভবন থেকে গৃহপরিচারিকা কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গৃহপরিচারিকা রাজিয়া আক্তার (১৩) হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের নূরুল ইসলামের মেয়ে। সোমবার রাত সোয়া ১০টার দিকে তার বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় রাজিয়াকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন পরিবার নিয়ে ওই ফ্লাটেই বসবাস করেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মঙ্গলবার শেবাচিম হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মো. আওলাদ হোসেন। তারা ধারণা করছেন মেয়েটি আত্মহত্যা করেছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতদেহের সুরতহাল শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ
বরিশালে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
বরিশাল নগরীর সাগরদী এলাকা থেকে দুই মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূরবিস্তারিত পড়ুন
বরিশাল মহানগর বিএনপি অফিসে তালা লাগিয়েছে বিদ্রোহীরা
বরিশাল মহানগর যুবদলের কমিটিতে স্থান না পাওয়াই বিএনপি অফিসে তালাবিস্তারিত পড়ুন
বরিশালে স্ত্রীকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন, গরম রড দিয়ে শরীরে ছ্যাকা, ক্ষতস্থানে গুঁড়া মরিচ ও লবণ !
বরিশাল : জেলার গৌরনদী উপজেলার শরিফাবাদ গ্রামে স্ত্রীকে শিকল দিয়েবিস্তারিত পড়ুন