এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কৈশোরের প্রেমকাহিনিতে ‘নলিনী’ প্রিয়াংকা চোপড়া

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৈশোরের একটি প্রেমকাহিনি অনুসরণে প্রস্তাবিত বলিউড ছবি ‘নলিনী। সম্প্রতি যেটির চিত্রনাট্য খতিয়ে দেখে ছাড়পত্র দিয়েছে বিশ্বভারতী নিযুক্ত কমিটি। ছবিটির পরিচালনার চেয়ারে রয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়।
পরিচালককে ছাড়পত্রের খবর জানিয়ে অস্থায়ী উপাচার্য স্বপনকুমার দত্ত আর্জি জানিয়েছেন, অনুমোদিত চিত্রনাট্য মেনেই যেন ছবিটি নির্মাণ করা হয়। তাছাড়া বাণিজ্যিক মুক্তির আগে বিশ্বভারতী কর্তৃপক্ষকে যেন ছবিটি এক বার দেখানো হয়।
জবাবে পরিচালক জানিয়েছেন, বিশ্বভারতী কর্তৃপক্ষের উল্লেখ করা তথ্যগত ভুলগুলি তিনি শুধরে নেবেন। ছবিটি মুক্তির আগে বিশ্বভারতীর জন্য একটি বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করার কথাও তিনি ভেবে রেখেছেন।
বাংলা ও মারাঠা ভাষায় ‘নলিনী’ছবিটি নির্মাণ করতে চায় বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার প্রযোজক সংস্থা। প্রিয়াংকা নিজে এই ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয়ও করতে চান।
‘নলিনী’র কাহিনি অনুযায়ী, ইংল্যান্ড পাঠানোর পূর্বপ্রস্তুতি হিসেবে মারাঠা তরুণী অন্নপূর্ণা তর্কড়ের কাছে ইংরেজি শিখতে পাঠানো হয় ১৭ বছরের রবীন্দ্রনাথকে। বেশি দিন সেই টিউশন চলেনা। এরই মধ্যে অন্নপূর্ণার প্রেমে পড়ে যান কিশোর রবীন্দ্রনাথ। পরে সেই অন্নপূর্ণাই নলিনী হিসাবে আসেন রবীন্দ্রনাথের কবিতায়। বাকিটুকু কল্পনা।
গত জুন মাসে শঙ্খ ঘোষ, সুপ্রিয় ঠাকুরের মতো আট জনকে নিয়ে একটি কমিটি গড়ে ‘নলিনী’ছবির চিত্রনাট্য পরীক্ষা শুরু করে বিশ্বভারতী। পরে গত শনিবার অস্থায়ী উপাচার্য স্বপনকুমার দত্ত পরিচালক উজ্জ্বল চট্টোপাধ্যায়কে ই-মেইল করে জানান, কিছু তথ্যগত অসংগতি ছাড়া তাদের কমিটি ‘নলিনী’র চিত্রনাট্যটিকে অনুমোদন দিয়েছে। তবে শর্ত দেন, অনুমোদিত চিত্রনাট্যটি মেনেই ছবিটি নির্মাণ করতে হবে।
এর আগে অভিযোগ উঠেছিল, ‘নলিনী’ ছবির চিত্রনাট্যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি দীর্ঘ চুম্বনদৃশ্য রাখা হয়েছে। যাতে কবিগুরুর ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে। সেই অভিযোগের ভিত্তিতেই ছবির চিত্রনাট্য খতিয়ে দেখার উদ্যোগ নেয় বিশ্বভারতীয় কর্তৃপক্ষ।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন