এবার রমজানে ১৭৪ ট্রাকে পণ্য বিক্রি করবে টিসিবি

পবিত্র রমজানে দ্রব্যমূল্য ক্রেতাসাধারণের নাগালের মধ্যে রাখতে সারাদেশে ১৭৪টি ট্রাকে খোলাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১৭৪টি ট্রাকের মধ্যে ঢাকায় থাকবে ২৫টি, চট্টগ্রামে ১০টি। এছাড়া অন্য বিভাগীয় শহরগুলোতে পাঁচটি করে ট্রাক থাকবে। আর বিভাগীয় শহর বাদে বাকি ৫৭ জেলার প্রতিটিতে দুটি করে ট্রাক থাকবে। খবর ইউএনবির।
টিসিবির কর্মকর্তারা জানান, এই ট্রাকগুলোর মাধ্যমে টিসিবি ন্যায্যমূল্যে চিনি, মসুর ডাল, ছোলা, সয়াবিন তেল ও খেজুর বিক্রি করবে। এ কার্যক্রমে অংশ নেবে টিসিবির কর্মী অথবা সংস্থাটির নিয়োগকৃত ডিলাররা।
তবে রমজানে বিক্রির জন্য পণ্যগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর তা নির্ধারণ করা হবে।
প্রসঙ্গত, আগামী ৭/৮ জুন শুরু হচ্ছে পবিত্র রমজান। এবার রমজানে দ্রব্যমূল্য বাড়বে না এবং কোনো পণ্যের সংকট হবে না বলে বারবার সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হচ্ছে। রমজানে বাজার স্থিতিশীল রাখতেই টিসিবি এই উদ্যোগ নিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ

দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টিবিস্তারিত পড়ুন

শিবির সভাপতি: অন্তর্বর্তী সরকার জুলাই বিপ্লবকে ধারণ করতে পারেনি
ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “অন্তর্বর্তী সরকার পুরোপুরি ব্যর্থবিস্তারিত পড়ুন

মহাকাশে কতগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, শীর্ষে কোন দেশ?
এখন পর্যন্ত পৃথিবীর কক্ষপথে মোট ৩০ হাজারের বেশি স্যাটেলাইট উৎক্ষেপণবিস্তারিত পড়ুন