এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ

টেস্ট এবং ওয়ানডে, শ্রীলঙ্কার বিপক্ষে এবারের বাংলাদেশের সফরটা যথেষ্টই ভালো হয়েছে। টেস্টের কথাই ধরা যাক, এর আগে লঙ্কানদের বিপক্ষে সাতটি সিরিজ খেলে সবকটিতেই হেরেছিল বাংলাদেশ। তা ছাড়া জিততে পারেনি একটি ম্যাচও। সেই দলটির বিপক্ষে এবারই প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে লাল-সবুজের দল। সিরিজও রেখেছে ১-১ ব্যবধানে সমতা।
শেষ ম্যাচে হারলেও ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্সেই খুব একটা খারাপ বলা যাবে না। ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশ যথেষ্টই ভালো দল। তাই প্রত্যাশাটা একটু বেশিই ছিল, সিরিজ জয়ের। সেই সাফল্য না পেলেও সিরিজ হারেনি বাংলাদেশ। একটি ম্যাচ বৃষ্টির বাগড়ায় ভেস্তে গেলেও সিরিজটি ১-১ ব্যবধানে সমতা রেখেই শেষ করেছে মাশরাফিরা।
সেই শ্রীলঙ্কার বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে বাংলাদেশ। এই সিরিজের প্রথম ম্যাচটি মঙ্গলবার এবং দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার। দুটি ম্যাচই হচ্ছে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
টি-টোয়েন্টিতেও পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত খেলা পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ, জিতেছে মাত্র একটি ম্যাচ।
আশার কথা শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাংলাদেশ জিতেছিল। ঘরের মাঠে গত বছর এশিয়া কাপেই এই ম্যাচটি জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশের জন্য প্রেরণা হতে পারে সে ম্যাচটি।
স্বাগতিকদের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে এবার কেমন করবে বাংলাদেশ, সেটাই এখন দেখার। এই সিরিজকে সামনে রেখে এরই মধ্যে ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। এই দলে চমক, তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গা পাওয়া।
বাংলাদেশ টি-টোয়েন্টি দল : তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন