এবার শান্তি’র কথা বলে দারুণ তোপের মুখে পড়লেন সালমান

অদ্ভুতই বলতে হবে, যুদ্ধের বিরুদ্ধে কথা বলে বিতর্কে জড়িয়ে পড়লেন নায়ক সালমান খান। এর আগে ভারতে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার ডাক দেওয়া হয়েছিল, তখনও তার বিরোধিতা করেছিলেন সালমান। সেখানেও তোপের মুখে পড়েন তিনি।
বুধবার নতুন ছবি টিউবলাইটের প্রচারে গিয়ে সল্লুভাই বলেন, ‘যারা যুদ্ধের জন্য নির্দেশ দেয়, সবার আগে তাদের লড়াইয়ের ময়দানে নামিয়ে দেওয়া উচিত। হাত-পা কাঁপতে শুরু করবে, এক দিনেই সব যুদ্ধ শেষ হয়ে যাবে। নিজেরাই আলোচনা চাইবে।’
‘টিউবলাইট’র প্রেক্ষাপট ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধ। ফলে স্বাভাবিক ভাবে ওই ছবির প্রচারে যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। সে সূত্রে ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে তার মতামত জানতে চাওয়া হয়।
সালমান বলেন, ‘যুদ্ধে খালি একটি দেশের ক্ষতি হয় না। সীমান্তের দু’দিকের মানুষই সমান ক্ষতিগ্রস্ত হন।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালমানের ভাই সোহেল খান। ভাইয়ের এ বক্তব্যকে সমর্থন করেন তিনি।
ছেলের মন্তব্যের পক্ষে দাঁড়িয়েছেন সালমানের বাবা সেলিম খানও। তবে আগের মতো এবারও সালমানের এই বক্তব্যে উল্টো ব্যাখ্যা নিয়ে চটেছেন ভারতীয় রাজনৈতিক নেতারা।
শিবসেনা সাংসদ আরবিন্দ সবন্ত বলেন, ‘উনি (সালমান) যে ভাবে বলেছেন, তা আপত্তিজনক। শান্তি সবাই চায়। উনি বারবার লক্ষ্মণরেখা পেরোন কেন?’ এনসিপি-র মুখপাত্র নবাব মালিকও মনে করেন, এগুলো সালমানের প্রচার কৌশল মাত্র। তবে কংগ্রেসের মুখপাত্র সঞ্জয় ঝা বলেছেন, ‘শান্তির পক্ষে সালমানের বক্তব্য সংবেদনশীল ও পরিণত।’
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন