এবার শাহরুখ-সালমানদের প্রতিপক্ষ ম্যারাডোনা
সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে কলকাতার মানুষ আবারও সামনে থেকে দেখতে পাবেন ফুটবল রাজপুত্র দিয়েগো ম্যারাডোনাকে। শুধু তাই নয়, কলকাতায় একটি প্রদর্শনী ম্যাচও খেলবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তার প্রতিপক্ষ হবেন টলিউড, বলিউডের কয়েকজন সুপারস্টার এবং কলকাতার মহারাজ সৌরভ গাঙ্গুলিকেও।
এদিকে ম্যারাডোনার কলকাতায় আসার দিনক্ষণও ঠিক হয়ে গেছে। সেপ্টেম্বরের ১৯ ও ২০ তারিখ সফর করবেন তিনি পশ্চিম বঙ্গের রাজধানীতে। সেখানে প্রদর্শনী ম্যাচের সঙ্গে পরিকল্পনা রয়েছে ফুটবল ক্লিনিক ও ভারতীয় কোচদের সঙ্গে সময় কাটানোরও। যদিও পরিকল্পনা পুরোটা চূড়ান্ত নয়। তবুও ম্যারাডোনা যে কলকাতায় তিনদিন সময় দেবেন, সেটা প্রায় নিশ্চিত।
সর্বশেষ আট বছর আগে, ২০০৯ সালে ঘটা করে কলকাতায় নিয়ে আসা হয়েছিল দিয়েগো ম্যারাডোনাকে। সেবার ম্যারাডোনার পায়ের ছাপ দিয়ে সাজানো হয়েছিল কলকাতায় প্রস্তাবিত ফুটবল অ্যাকাডেমির মাঠ। গেটেই লাগানো হয়েছিল সিমেন্টের উপর মারাদোনার সেই পায়ের ছাপ। সেবার বাংলাদেশেও ম্যারাডোনাকে আনার পরিকল্পনা করা হয়েছিল। তবে ফুটবল রাজপুত্রের সময় কম থাকায় আর ঢাকায় আনা যায়নি তাকে। এবার কী বাফুফে নতুন করে কোনো উদ্যোগ নেবে?
এই সংক্রান্ত আরো সংবাদ
সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
শুধু ঈদ কিংবা পূজা নয়, বিশেষ ধর্মীয় দিন উপলক্ষে ফটোশুটেবিস্তারিত পড়ুন
শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য আমদানি করাবিস্তারিত পড়ুন
আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
গভীর রাতে সাভারের বোট ক্লাবে গিয়ে যৌন হেনস্তা ও মারধরেরবিস্তারিত পড়ুন