এবার শ্রীলঙ্কার সামনে বাংলাদেশের মেয়েরা

এশিয়া কাপ টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের লীগ পর্বে আগামীকাল শনিবার নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ব্যাংককের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
আসরের প্রথম চার ম্যাচের মধ্যে দু’টি জয় পায় বাংলাদেশের মেয়েরা। ভারত ও পাকিস্তানের কাছে লজ্জা নিয়ে হারলেও, নেপাল ও থাইল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে তারা। ফলে ৪ খেলায় ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের মেয়েরা।
ফাইনাল খেলার আশা অনেকটাই শেষ হয়ে গেছে তাদের। কারণ ৪ খেলা শেষে ৮ ও ৬ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম দু’টি স্থান দখলে রেখেছে যথাক্রমে ভারত ও পাকিস্তান।
তারপরও অনেক কিছুর উপর নির্ভর করে ফাইনালে খেলার সামান্য একটু সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। আগামীকাল নিজেদের শেষ ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধানে জিতলে এবং একই দিন লীগ পর্বের অন্য ম্যাচে থাইল্যান্ডের কাছে পাকিস্তান হেরে গেলেই ফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। তাই এমন সমীকরণে ভাগ্য সহায় হলেই ফাইনাল খেলবে বাংলাদেশের মেয়েরা।
আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের ফাইনাল।
এই সংক্রান্ত আরো সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকার ৫ নম্বর সড়কে আওয়ামী লীগ সভাপতিবিস্তারিত পড়ুন