এবার সাইফ উদ্দিনের অপরাজিত সেঞ্চুরিতে এইচপির জয়

একজন পেস বোলিং অলরাউন্ডারের জন্য দেশের ক্রিকেটে হাহাকার লেগেই আছে। অধিনায়ক মাশরাফি এই শুন্যতা পূরণ করতে পারতেন, তবে চোট জর্জর ক্যারিয়ারে তিনি পেরে উঠেননি। তবে ভবিষ্যতের জন্য এক সম্ভাবনাময় পেস বোলিং অলরাউন্ডারের সন্ধান পেয়েছে বাংলাদেশ। তার নাম মোহাম্মদ সাইফউদ্দিন। সাইফের সেঞ্চুরিতেই অস্ট্রেলিয়া সফরে থাকা বিসিবি হাই পারফর্মেন্স স্কোয়াড টানা তৃতীয় ম্যাচে জয় পেল।
শুক্রবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে নর্দান টেরিটরি (এনটি) একাদশকে ৪২ রানে হারিয়েছে এইচপি একাদশ। আগে ব্যাট করতে নেমে সাইফ উদ্দিনের অপরাজিত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৬৭ রান তোলে এইচপি। বাঁহাতি ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০৪ রানে। আগের ম্যাচে ৫৮ রান করা এনামুল হক এদিন করেছেন ৩৬। প্রথম ম্যাচে জয়ের নায়ক তানবীর হায়দার এক ম্যাচের বিশ্রাম শেষে ফিরে করেছেন ৩৪।
জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে এনটি। কিন্তু একপ্রান্ত আগলে রেখে ১৪৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন অ্যালেক গ্রেগরি। এরপরও তার দল ২২৫ রানেই অলআউট হয়ে যায়। ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার।
এই সংক্রান্ত আরো সংবাদ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
বিপিএলের ফাইনালে শুরুতে ব্যাটিং করে রেকর্ড রান সংগ্রহ করে প্রথমবিস্তারিত পড়ুন