এবার সাকিবের বিরুদ্ধে মুস্তাফিজের রুমাঞ্চকর লড়াই
এবার মুখোমুখি সাকিব মুস্তাফিজুর তাঁরা জাতীয় দলের হয়ে খেলছেন বেশ কিছু দিন হলো। কিন্তু এবার দেশের গণ্ডি পেরিয়ে তাঁরা দুইজনই এখন আইপিএলে। তবে মজার ব্যাপার হচ্ছে এবার মুখোমুখি মুখোমুখি সাকিব-মুস্তাফিজ হতে যাচ্ছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান কলকাতার বিপক্ষে হায়দরাবাদের ম্যাচ ১৬ এপ্রিল। বাংলাদেশ সময় ৪টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
নাইট-সানরাইজার্সের ম্যাচটি হবে হায়দরাবাদের ঘরের মাঠে। তবে জাতীয় দলের সতীর্থ এই প্রতিদ্বন্দ্বীর সম্মুখ সমরে দেখা হবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। সানরাইজার্সের প্রথম ম্যাচে মুস্তাফিজ দলে থাকলেও নিজেদের দুই ম্যাচের একটিতেও মাঠে নামার সুযোগ হয়নি সাকিবের। আসরের দ্বিতীয় আর নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায় নাইট রাইডারর্স। কিন্তু ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারে সাকিববিহীন নাইটরা।
অন্যদিকে, সানরাইজার্সের প্রথম খেলা ছিলো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিপক্ষে। তাতে ৪৫ রানে হেরে যায় মুস্তাফিজের দল। কিন্তু ব্যাঙ্গালুরুর জয় ছাপিয়ে ম্যাচের আসল ফোকাস হয়ে উঠেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের ইতিহাসে অষ্ঠম সর্বোচ্চ ২২৭ রান করে ব্যাঙ্গালুরু। বোলারদের জন্য বধ্যভূমি ব্যাঙ্গালুরুর পিচ। কিন্তু ব্যতিক্রম ছিলেন একমাত্র মুস্তাফিজ। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনের মতো ভয়ঙ্কর ব্যাটসমানকে বোকা বানিয়ে ফেরান সাজঘরে।
এই সংক্রান্ত আরো সংবাদ
নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন
প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন
নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন