এবার সালমান খানকে খোলামেলা ছবি উপহার দিলেন বির্তর্কিত মডেল আরশি খান

মন খুশি থাকলেই তিনি উপহার দিয়ে থাকেন খোলামেলা পোষাকের ছবি। এবারো অন্যথা হলো না সেই নিয়মের। সালমানের জন্য এবার শরীর দেখালেন আরশি খান। তবে অনেকরই প্রশ্ন কি এমন করেছেন ভাইজান?
না সালমান কিছু করেননি। যা করেছেন ‘সুলতান’ করেছেন। আসলে সালমানের ‘সুলতান’ দেখার পর আরশি এতটাই আপ্লুত যে নিজের সবই সালমানকে দিয়ে দিলেন। তবে আরশির এই উপহারে বাঁধ সেধেছে সোশ্যাল মিডিয়া।
যে ছবি আরশি সালমানের জন্য তুলেছে তা এতটাই চড়া ছিল যে ফেসবুক, টুইটারে তাকে ব্লক করে দেয়া হয়। পরে ফোটোশপের মাধ্যমে রাখঢাক করেও যে খোলামেলা ছবিটা সালমানকে উত্সর্গ করলেন আরশি সেটাও পাবলিশ
করার সম্পূর্ণ অযোগ্য। তা মন খুলে এবার সালমানকে উপহার দিতে পারলেন না আরশি। তাই বেটার লাক নেক্সট টাইম আরশি।
আরশি নিজেকে আফ্রিদির গার্লফ্রেন্ড বলে দাবি করে। প্রথমে বলেছিলেন, আফ্রিদির সঙ্গে তিনি দুবাইয়ের হোটেলে নিয়মিত থাকেন। তারপর বলেছিলেন, আফ্রিদি তাকে বিয়ে করবেন। তারপর টি২০ বিশ্বকাপের সময় বলেছিলেন আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন। সেই প্রচার পাওয়ার পর এক ধর্মীয় উসকানিমূলক পোস্ট করায় ফেসবুক থেকে ব্লক হয়ে যান আরশি। পরে অন্য একটি আইডি থেকে এসব করে বেরোচ্ছেন এই বিতর্কিত মডেল।
কিছুদিন আগে ভারত পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচে ভারত জেতায় খোলামেলা ছবি পোস্ট করেছিলেন আরশি।
এই সংক্রান্ত আরো সংবাদ

ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
চব্বিশের বছরজুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রাজত্ব করেছে “হীরামণ্ডি”, “মির্জাপুর সিজন ৩”বিস্তারিত পড়ুন

অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
২০২৪ সালের বিভিন্ন সময় জুয়ার অ্যাপের প্রচারণায় যুক্ত হওয়ায় অভিযোগবিস্তারিত পড়ুন

৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
দীর্ঘ আট বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়গুলোবিস্তারিত পড়ুন