এবার সালমান খানকে খোলামেলা ছবি উপহার দিলেন বির্তর্কিত মডেল আরশি খান
মন খুশি থাকলেই তিনি উপহার দিয়ে থাকেন খোলামেলা পোষাকের ছবি। এবারো অন্যথা হলো না সেই নিয়মের। সালমানের জন্য এবার শরীর দেখালেন আরশি খান। তবে অনেকরই প্রশ্ন কি এমন করেছেন ভাইজান?
না সালমান কিছু করেননি। যা করেছেন ‘সুলতান’ করেছেন। আসলে সালমানের ‘সুলতান’ দেখার পর আরশি এতটাই আপ্লুত যে নিজের সবই সালমানকে দিয়ে দিলেন। তবে আরশির এই উপহারে বাঁধ সেধেছে সোশ্যাল মিডিয়া।
যে ছবি আরশি সালমানের জন্য তুলেছে তা এতটাই চড়া ছিল যে ফেসবুক, টুইটারে তাকে ব্লক করে দেয়া হয়। পরে ফোটোশপের মাধ্যমে রাখঢাক করেও যে খোলামেলা ছবিটা সালমানকে উত্সর্গ করলেন আরশি সেটাও পাবলিশ
করার সম্পূর্ণ অযোগ্য। তা মন খুলে এবার সালমানকে উপহার দিতে পারলেন না আরশি। তাই বেটার লাক নেক্সট টাইম আরশি।
আরশি নিজেকে আফ্রিদির গার্লফ্রেন্ড বলে দাবি করে। প্রথমে বলেছিলেন, আফ্রিদির সঙ্গে তিনি দুবাইয়ের হোটেলে নিয়মিত থাকেন। তারপর বলেছিলেন, আফ্রিদি তাকে বিয়ে করবেন। তারপর টি২০ বিশ্বকাপের সময় বলেছিলেন আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন। সেই প্রচার পাওয়ার পর এক ধর্মীয় উসকানিমূলক পোস্ট করায় ফেসবুক থেকে ব্লক হয়ে যান আরশি। পরে অন্য একটি আইডি থেকে এসব করে বেরোচ্ছেন এই বিতর্কিত মডেল।
কিছুদিন আগে ভারত পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচে ভারত জেতায় খোলামেলা ছবি পোস্ট করেছিলেন আরশি।
এই সংক্রান্ত আরো সংবাদ
‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন
বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন
শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













