রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

এবার সিংহ কুপোকাতে তৈরি বাঘের দল

গত দুই বছর ধরে টানা ওয়ানডে সিরিজ জিতে চলেছে বাংলাদেশ। সর্বশেষ ছয়টি ওয়ানডে সিরিজের ছয়টিতেই জয় পেয়েছে তারা। এর মধ্যে আবার তিনটি সিরিজে বিপক্ষ দলক হোয়াইটওয়াশ করে মাশরাফিরা। টাইগারদের সামনে এবার টানা সপ্তম সিরিজ জয়ের হাতছানি।

ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মাঠে নামবে টাইগাররা। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

২০১৪ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ঘরের মাটিতে ২০টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগাররা জয় পেয়েছে ১৭টিতে। গত ১ অক্টোবর ওয়ানডে ক্রিকেটে শততম জয় পেয়েছে বাংলাদেশ।

পরিসংখ্যানের দিকে তাকালে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। ইংলিশদের বিরুদ্ধে ১৬টি ওয়ানডে ম্যাচ খেলে টাইগাররা জয় পেয়েছে মাত্র তিনটিতে।

তবে, বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেট দল অনেক পরিণত। ম্যাচ জেতানোর জন্য দলে দক্ষ খেলোয়াড় আছে। বাংলাদেশের বোলিং লাইন আপও অনেক শক্তিশালী। বিশেষ করে, পেস আক্রমণে সম্প্রতি সময়ে খুব ভালো করছে বাংলাদেশ। তবে, এই সিরিজে অন্যতম পেসার মোস্তাফিজুর রহমানকে মিস করবে স্বাগতিকরা। ইনজুরির কারণে বর্তমানে তিনি ক্রিকেটের বাইরে রয়েছেন।

ইংল্যান্ড দলের অন্যতম খেলোয়াড় ইয়ন মরগ্যান, আলেক্স হেলস ও জো রুট এই সিরিজে নেই। তারপরও যারা আছেন তা নিয়েই তারা অনেক শক্তিশালী। প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের বিরুদ্ধে ৩১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চার উইকেট জয় পায় তারা।

প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পান টাইগার ওপেনার ইমরুল কায়েস। ফলে, আগামীকাল তার একাদশে থাকার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে দীর্ঘদিন ব্যাটিং ব্যর্থতায় ভোগা সৌম্য সরকার একাদশের বাইরে থাকতে পারেন। এছাড়া দলে আর তেমন পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, শুক্রবার বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তাছাড়া গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে উইকেট হতে পারে মন্থর।

এই ম্যাচ সামনে রেখে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেছেন, এই দুই খেলোয়াড় (ইয়ন মরগ্যান, আলেক্স হেলস) ছাড়া ইংল্যান্ড দল মোটেও দুর্বল নয়। তাদের দলে দারুণ কিছু খেলোয়াড় আছে। তারা যেকোনও সময় ম্যাচ ঘুরিয়ে নিতে পারে। আমি মনে করি, ইংল্যান্ডের এই দলটি খুবই শক্তিশালী। তাদের বিরুদ্ধে খেলতে আমরা মুখিয়ে আছি।

এই সিরিজে বাংলাদেশকেই ফেভারিট মানছেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক জস বাটলার। তিনি বলেছেন, এই সিরিজে বাংলাদেশই ফেভারিট। হোম কন্ডিশনে সম্প্রতি সময়ে বাংলাদেশ দারুণ ক্রিকেট খেলছে।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোশাররফ হোসেন রুবেল, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ।

ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য): জ্যাসন রয়, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), মঈন আলী, ক্রিস ওয়েকস, ডেভিড উইলে, লায়াম প্লানকেট, আদিল রশীদ।

এই সংক্রান্ত আরো সংবাদ

নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস

টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছেবিস্তারিত পড়ুন

প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণবিস্তারিত পড়ুন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে সাফবিস্তারিত পড়ুন

  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • খেলার মাঝেই সন্তানের সুসংবাদ, উইকেট পেয়ে উদযাপন শাহিন আফ্রিদির
  • বন্যার্তদের সহায়তায় এবি পার্টির কেন্দ্রীয় সমন্বয় সেল গঠন
  • নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে রাষ্ট্র সংস্কার করতে হবে: মির্জা ফখরুল
  • আদালত প্রাঙ্গণে সাবেক বিচারপতি মানিককে ডিম-জুতা নিক্ষেপ
  • রাওয়ালপিন্ডি টেস্ট: ৯৪ রানে এগিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ
  • পুলিশের লুট হওয়া ১২৩৪টি অস্ত্র উদ্ধার
  • হাসপাতাল থেকে বাসায় পৌঁছলেন খালেদা জিয়া
  • বিএনপির শামা ওবায়েদ ও কৃষক দলের বাবুলের পদ স্থগিত
  • ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল
  • থানায় জিডি-মামলা নিতে দেরি করা যাবে না: পরিপত্র জারি